• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

ম্যাক্স হাসপাতালে র‍্যাবের অভিযান

ছবি সংগৃহীত

জাতীয়

ম্যাক্স হাসপাতালে র‍্যাবের অভিযান

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৮

শিশু রাইফার মৃত্যুর ঘটনায় আলোচিত চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব। আজ রোববার বেলা ১১ টাকা থেকে এ অভিযানটি শুরু হয়।

র‍্যাবের ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বাধীন এ অভিযানে সহযোগিতা করছেন ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ডা. দেওয়ান মো. মেহেদি হাসান।

র‍্যাবের ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চলছে। অন্যান্য প্রতিষ্ঠানেও অভিযান চলছে। ম্যাক্স অন্য প্রতিষ্ঠান থেকে কিছু পরীক্ষা করিয়ে নিজেদের নামে চালাত।

দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা গলায় ব্যথা নিয়ে গত ২৮ জুন বিকালে বন্দর নগরীর মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। এর পরদিন শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

রাইফার চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বেসরকারি ম্যাক্স হাসপাতালের দুই চিকিৎসক ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেবকে গতকাল চাকরিচ্যুত করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads