• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
অনশনরত শিক্ষকদের প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার পরামর্শ

এমপিওভুক্তির দাবিতে অনশন অব্যহত রয়েছে শিক্ষকদের

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

অনশনরত শিক্ষকদের প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার পরামর্শ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

শিক্ষকদের অনশন থেকে ফেরাতে প্রশাসন চেষ্টার কমতি রাখছে না। গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং অতিরিক্ত সচিব শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে বলেছিলেন, আপনারা বাড়ি চলে যান। এমপিওভুক্তির কাজ চলছে। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। শিক্ষকরা অনশন চালিয়ে যাচ্ছেন। এ রকম পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আশ্বাসের ওপর বিশ্বাস রেখে আমরণ অনশনরত শিক্ষকদের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার। একই সঙ্গে অনশন ভেঙে শিক্ষকদের বাড়ি ফিরে যাওয়ার কথাও বলেছেন তিনি। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতারা গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে তিনি এ পরামর্শ দেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার এমন তথ্য জানান।

আগের দফায় গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনশনরত শিক্ষকদের এমপিওভুক্তির আশ্বাস দেওয়া হয়। ওই আশ্বাস পেয়ে অনশন স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরে গিয়েছিলেন শিক্ষকরা। কিন্তু নতুন বাজেটে কোনো অর্থ বরাদ্দ না রাখা এবং নতুন এমপিও নীতিমালা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ফের অনশন শুরু করেন শিক্ষকরা। এমপিওভুক্তির দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের চার নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

শিক্ষকরা বলছেন, বর্তমানে এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষকরা গত ১০ জুন থেকে প্রেস ক্লাবের বিপরীত পাশের সড়কে লাগাতার অবস্থান নেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত না দেওয়ায় ২৫ জুন থেকে তারা আমরণ অনশন করছেন। এমনকি পবিত্র ঈদুল ফিতরের নামাজও তারা রাজপথে আদায় করেন। মঙ্গলবার অনশনের ১৬ দিন অতিবাহিত করছেন শিক্ষকরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads