• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
প্রতিশ্রুতি সম্বল করেই বাড়ি ফিরলেন শিক্ষকরা

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

সংক্ষিত ছবি

জাতীয়

এমপিওভুক্তির দাবিতে অনশন

প্রতিশ্রুতি সম্বল করেই বাড়ি ফিরলেন শিক্ষকরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ জুলাই ২০১৮

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বুধবার সকালে শিক্ষকরা যখন বৈঠক করেন তখনই ঠিক হয় চলমান অনশন কর্মসূচি স্থগিত করবেন শিক্ষকরা। এর আগে অবশ্য মন্ত্রী ফের এমপিওভুক্তির প্রতিশ্রুতি দেন শিক্ষকদের। এই প্রতিশ্রুতিকে সম্বল করেই শিক্ষকরা অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। কিন্তু কে অনশন ভাঙাবেন সেটি ওই বৈঠকে উহ্য থাকে। পরে বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হয়। শেষ পর্যন্ত বুধবার বিকাল ৩টায় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান নন-এমপিও শিক্ষকদের অনশন ভাঙিয়েছেন। এর ফলে এমপিওভুক্তির দাবিতে গত ১৭ দিন ধরে চলা নন-এমপিও শিক্ষকদের অনশন শেষ হয়। এমপিওভুক্তির দাবিতে গত ১০ জুন থেকে অবস্থান কর্মসূচি পালন করলেও ২৫ জুন থেকে আমরণ অনশন শুরু করেন নন-এমপিও শিক্ষকরা। 

সংশ্লিষ্টরা বলেছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে গতকাল সকালে সচিবালয়ে তার দফতরে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। শিক্ষক প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুুদুন্নবী ডলার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়, সদস্য মো. শফিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন এবং জহুরুল ইসলাম। এ সময় শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন, সরকার থেকে বিভিন্ন সময় দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়া, শিক্ষকদের সামাজিক অবস্থা এবং দ্রুত এমপিওভুক্তির দাবির বিষয়ে কথা বলেন। কথা বলতে বলতে শিক্ষকরা একটা সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। এর জবাবে শিক্ষামন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে সরকারের বিভিন্ন প্রচেষ্টা ও উদ্যোগ তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনকারীদের মধ্য থেকে সর্বোচ্চ এমপিওভুক্তির চেষ্টা করা হবে। এ জন্য মন্ত্রণালয়ে দুটি কমিটি কাজ করছে। যেসব শিক্ষক এমপিওভুক্ত হবেন, তারা জুলাই মাস থেকেই বেতন প্রাপ্য হবেন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই শিক্ষকদের কল্যাণে কাজ করছে। এবারো এমপিওভুক্তির সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি শিক্ষক নেতাদের বলেন, আপনারা আর কষ্ট করবেন না। অনশন প্রত্যাহার করে বাড়ি ফিরে যান। কাল থেকে স্কুলে পাঠদান শুরু করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

মন্ত্রীর দফতর থেকে বৈঠক শেষে শিক্ষকরা ফিরে যান জাতীয় প্রেস ক্লাবের সামনে চলা অনশন কর্মসূচিতে। সেখানে অন্যান্য শিক্ষককে পুরো বিষয় খুলে বলেন শিক্ষক নেতারা। এমনকি বিকালে অনশন প্রত্যাহার করা হবে বলে সাধারণ শিক্ষকদের জানান শিক্ষক নেতারা। এরপর বিকাল ৩টার দিকে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সারওয়ার আলী উপস্থিত হন শিক্ষকদের অনশনস্থলে। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানসহ এই বিশিষ্ট নাগরিকদের অনুরোধে আমরণ অনশন ভাঙেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা।

এ সময় অধ্যাপক ড. আনিসুজ্জামান অনশনরত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের একজন সহকর্মী হিসেবে উপস্থিত হয়েছি। আমি মনে করি, আপনারা দীর্ঘদিন ধরে যে আমরণ অনশন করে আসছেন, তাতে বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন। সবাই চাইছেন অনশনে থেকে আর যেন ক্ষতি না হয়। তাই আপনাদের কাছে আবেদন যে আপনারা অনশন ভঙ্গ করে নিজেদের কর্মস্থলে ফিরে যান। আজকে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা অনশন ভঙ্গ করবেন। এরপর অধ্যাপক আনিসুজ্জামান শিক্ষক-কর্মচারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

এ সময় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তার বাস্তবায়ন করবেন। জাতীয় অধ্যাপকসহ যে নেতারা এসেছেন তাদের প্রতি সম্মান রেখে তারা যা বলবেন তাই করব। আমরা যে দাবি নিয়ে এসেছি স্যারদের উপস্থিতিতে সে দাবিও পূরণ হবে। দাবিপূরণ হলে আমরা ধন্য হব।’  

দেশের স্বীকৃতি পাওয়া সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গত ২৫ জুন থেকে আমরণ অনশন করে আসছিলেন এই শিক্ষক-কর্মচারীরা। এর আগে গত ১০ জুন থেকে একই জায়গায় তারা অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads