• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
রোহিঙ্গা প্রত্যাবাসনে রেড ক্রসকে ভূমিকা রাখার আহ্বান স্পিকারের

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

সংরক্ষিত ছবি

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে রেড ক্রসকে ভূমিকা রাখার আহ্বান স্পিকারের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৮

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোহিঙ্গাদের শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে রেড ক্রসকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। স্পিকারের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সুইস রেড ক্রস সোসাইটির প্রেসিডেন্ট অ্যানম্যারি হুবার হটজ সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে তারা রোহিঙ্গা পরিস্থিতি ছাড়াও ত্রাণ সহায়তা, জলবায়ু পরিবর্তন ও সংসদীয় কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত উপস্থিত ছিলেন। পরে সুইস রেড ক্রস সোসাইটির প্রেসিডেন্ট সংসদ ভবন ঘুরে দেখেন।

স্পিকার বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বাংলাদেশ নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে আজ রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি রোহিঙ্গাদের সহযোগিতার জন্য রেড ক্রসকে ধন্যবাদ জানিয়ে স্পিকার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তাদের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

সুইস রেড ক্রস সোসাইটির প্রেসিডেন্ট মিজ অ্যানম্যারি হুবার হটজ বলেন, বাংলাদেশের সঙ্গে রেড ক্রসের সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশে হলি ফ্যামিলি হাসপাতাল পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে রেড ক্রস সম্পৃক্ত। এ সময় তিনি স্বল্প সময়ে বাংলাদেশের আর্থ-সামাজিকসহ সকল ক্ষেত্রে উন্নয়ন তাকে মুগ্ধ করেছে বলে জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads