• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলা

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকের হামলা

ছবি: সংরক্ষিত

জাতীয়

শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৮

রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় যানবাহন ভাংচুরের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকেরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ আশপাশের জেলা শহরগুলোয় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষোভের এক পর্যায়ে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের বেধড়ক মারধর করে।

আজ বুধবার সকাল সাড়ে আটটা থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পরিবহনশ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটা থেকে পরিবহন মালিক ও শ্রমিকরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করে। তারা এসময়  সোমবারের ঘটনার জন্য সরকারের কাছে নিরাপত্তা প্রদান ও সুষ্ঠু বিচারসহ ক্ষতিপূরণ দাবি করেন।বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বিভিন্ন স্কুল কলেজগামী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পরিবহন শ্রমিকেরা।

পরিবহনশ্রমিকদের দাবি, দুর্ঘটনা ঘটতেই পারে। এ কারণে তাদের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হচ্ছে। পরিবহনশ্রমিকদের মারধর করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। পরিবহনশ্রমিকদের নিরাপত্তা দেওয়া না হলে কোনো গাড়ি চলবে না। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, বাসের শ্রমিকরা নিজেদের নিরাপত্তার জন্য সড়ক অবরোধ করেছে। তাদের দাবি ঢাকায় তাদের ওপর হামলা হচ্ছে। গাড়ি ভাংচুর করা হচ্ছে। এর জন্য তারা নিরাপত্তা চায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads