• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
‘শিক্ষার্থীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম

সংরক্ষিত ছবি

জাতীয়

‘শিক্ষার্থীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০১৮

কোনো ধরনের গুজবে বা অপপ্রচারে কান না দিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের টানা বিক্ষোভের পঞ্চম দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনকে যুক্তিযুক্ত মন্তব্য করে তিনি বলেন, অনেক সময় ছোটদের কাছ থেকেও অনেক কিছু শেখার থাকে। কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখেছি। মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, শিক্ষার্থীরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কী করতে হবে। তাদের সমস্ত দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি এখন আন্দোলন ছেড়ে ঘরে ফিরে যাওয়ার জন্য।

একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশনের পুরনো কিছু ছবি পোস্ট করে বর্তমানের ছবি হিসেবে দেখিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল। সেসব ছবির একটি দেখিয়ে তিনি বলেন, ‘২০১৩ সালে রামপুরায় এএসআই পলাশ চন্দ্র এক শিশুর গলা টিপে ধরেছিল। সেজন্য সেই পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।’ রাজপথে বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘সব সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হয়েছে; বাসায় ফিরে যাও।’ কোনো ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে অভিভাবক-শিক্ষকদের কাছে সহযোগিতা চান এই পুলিশ কর্মকর্তা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা এই অপপ্রচার চালাচ্ছে তারা কেউ শিক্ষার্থী নয়; তাদেরও চিহ্নিত করা হচ্ছে।’

অপর এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের বলপ্রয়োগ করছি না। অনেক ক্ষেত্রে আইনের যে প্রয়োগ তাও করছি না, কারণ তারা কোমলমতি শিশু। আমরা অনেক মানবিকভাবেই এই আন্দোলনে নজর রাখছি। তারপরও যদি কোথাও কোনো পুলিশ সদস্য বলপ্রয়োগ করে থাকে, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কয়েক দিন ধরে রাস্তায় অসহনীয় যানজট সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। দূরপাল্লার অধিকাংশ গাড়ি নিরাপত্তার স্বার্থে চলাচল করছে না। তাই ছাত্রছাত্রীদের ঘরে ফেরার অনুরোধ করছি। 

পুলিশ সদস্যদের ড্রাইভিং লাইসেন্স প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মনিরুল বলেন, পুলিশের লাইসেন্স ছাড়া ড্রাইভিং করার কোনো সুযোগ নেই। সব পুলিশের লাইসেন্স আছে। অনেক পুলিশের লাইসেন্স ডিএমপির কেন্দ্রীয় কার্যালয়ে রাখা আছে। এসব কারণে হয়তো অনেকেই লাইসেন্স দেখাতে পারছে না। আমরা এসব কার্যালয় থেকে ফিরিয়ে দেব। লাইসেন্সবিহীন গাড়ি ধরতে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ও ট্রাফিক বিভাগ থেকে লাইসেন্স পরীক্ষা করা হচ্ছে। আজকেও বিভিন্ন স্থানে অসংখ্য অবৈধ গাড়ি জব্দ করা হয়েছে। উল্টোপথে গাড়ি যাতায়াত বন্ধেও কড়াকড়ি আরোপ করায় তা বন্ধ হয়েছে। এদিকে ডিএমপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পুলিশের গাড়িতে লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র রাখতে চালকদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads