• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
আলোকচিত্রী শহিদুল আলম ৭ দিনের রিমান্ডে

আলোকচিত্রী শহিদুল আলম

সংগৃহীত ছবি

জাতীয়

আলোকচিত্রী শহিদুল আলম ৭ দিনের রিমান্ডে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বিকেলে শুনানি শেষে মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে শহিদুল আলমকে ঢাকার মহানগর হাকিমের আদালতে হাজির করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আরমান আলী। আদালতে তিনি ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

গতকাল রোববার রাতে শহিদুল আলমকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। রেহনুমা আহমেদ বলেন, গতকাল রাত ১০টার দিকে ধানমন্ডির বাসা থেকে শহিদুল আলমকে ধরে নিয়ে গেছে ডিবি পরিচয় দেওয়া একদল লোক।

ঘটনার সময় প্রায় তিনটির মতো গাড়ি বাড়ির আশেপাশে অবস্থান নেয়। বাসার ভেতরে প্রবেশের সময় নিরাপত্তা কর্মীকে আটকে রাখে ওই লোকগুলো। এ সময় তার স্ত্রী রেহনুমা আহমেদ একই বিল্ডিংয়ের অন্য একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন।

পরে গাড়িতে তোলার সময় শহীদুল আলমের চিৎকার শুনে বাসা থেকে বের হয়ে আসেন তিনি। তবে নিচে নামার আগেই শহীদুলকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। যাওয়ার সময় সিসি ক্যামেরার ফুটেজ টিভি ও বক্স নিয়ে যায় তারা।

এ ঘটনায় থানমন্ডি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন রেহনুমা আহমেদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads