• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
‘রোহিঙ্গা সঙ্কট সমাধানে অগ্রণী ভূমিকা পালন করতে পারে চীন’

বাংলাদেশে অবস্থান নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠি

সংরক্ষিত ছবি

জাতীয়

‘রোহিঙ্গা সঙ্কট সমাধানে অগ্রণী ভূমিকা পালন করতে পারে চীন’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ আগস্ট ২০১৮

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যাপক প্রভাব চীনের। তাই চীন ছাড়া এ অঞ্চলের অনেক সমস্যারই সমাধান সম্ভব নয়। এমনটাই মনে করেন জাপানের হিরোশিমা পিস বিল্ডার্স সেন্টারের অধ্যাপক ড. হিদেকা শিনোদা। তার মতে, রোহিঙ্গা সঙ্কট সমাধানেও চীন অগ্রণী ভূমিকা পালন করতে পারে। ‘আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ : জাপানের অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনারে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) এবং জাপান ফাউন্ডেশন যৌথভাবে দুই দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করেছে।

গতকাল রোববার বিস মিলনায়তনে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত হিরোয়েসু ইজুমি। প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, বাংলাদেশের অবস্থান সব সময় শান্তির পক্ষেই। শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ-জাপান একযোগে কাজ করে যাবে। সেমিনারে জাপানি রাষ্ট্রদূত হিরোয়েসু ইজুমি বলেন, রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের গুরুত্ব ও সহনশীলতা বিশ্বকে নাড়া দিয়েছে। কূটনীতিতে ধর্ম ও আদর্শ এ দুটির ভারসাম্য রক্ষা করে চলতে হবে। বাংলাদেশের মানুষের এত সমস্যা থাকা সত্ত্বেও তারা প্রতিবেশী দেশের অসহায় সাত লাখ মানুষকে আশ্রয় দিয়েছে। সেমিনারে আরো বক্তব্য দেন হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মারি কাতায়ানাগি, বিস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমদ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads