• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
‘আগস্ট মাস এলেই ষড়যন্ত্র করে তারা’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সংরক্ষিত ছবি

জাতীয়

‘আগস্ট মাস এলেই ষড়যন্ত্র করে তারা’

  • রেজাউল করিম লাবলু
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০১৮

১৯৭৫ সালের ১৫ আগস্ট ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে সফল হয়েছিল বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা। তারা বলছেন, সেই সফলতার ধারাবাহিকতায় তারা তাদের ‘অসমাপ্ত কাজ’ সমাপ্ত করতে আগস্ট মাসকেই বেছে নেয়। এর অংশ হিসেবে ২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করা হয়েছিল। চলতি আগস্ট মাসে নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীরা রাজপথে নেমে এলেও ষড়যন্ত্রকারীরা তাদের ‘অসমাপ্ত কাজ’ সম্পন্ন করতে চেয়েছিল।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বাংলাদেশের খবরকে বলেন, ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে আগস্ট মাসের সফলতা পেয়েছিল স্বাধীনতাবিরোধী শক্তি। সেজন্য আগস্ট মাস এলেই সুযোগ খোঁজে ওরা। কিন্তু সেই সফলতা দ্বিতীয়বার আর আসবে না।  আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আগস্ট মাস এলেই দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, ২০০৪ সালের ২১ আগস্টে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়েছিল। দলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বাংলাদেশের খবরকে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী শক্তি সফল হয়েছিল। তাই আগস্ট মাস এলেই তারা ষড়যন্ত্র করে। সুবিধাজনক মনে করে। এরই ধারাবাহিকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য। কিন্তু তাতে সফল হয়নি। সারা দেশে সিরিজ বোমা হামলা হয়েছিল আগস্ট মাসে। এরপর চলতি আগস্ট মাসে নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নামা কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের ভেতরে ঢুকে তারা তাদের ‘অসমাপ্ত কাজ’ সম্পন্ন করতে চেয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads