• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
কক্সবাজারে দেশে ফেরার দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ

কক্সবাজারের ককুতুপালংয়ে দেশে ফিরতে বিক্ষোভ সমাবেশ করেন রহিঙ্গা শরনার্থীরা।

সংগৃহীত ছবি

জাতীয়

কক্সবাজারে দেশে ফেরার দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ আগস্ট ২০১৮

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের প্রতিবাদে ঘটনার বিচার চেয়ে ও নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার দাবি জানিয়ে কক্সবাজারের ককুতুপালং রহিঙ্গা ক্যাম্পে বিক্ষোভ সমাবেশ করেছেন রোহিঙ্গা শরণার্থীরা।

শরণার্থী জীবনের এক বছর পূর্ণ হলেও দেশে ফিরতে না পারায় বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। এরমধ্যে ৫ নম্বর ক্যাম্পের মধুরছড়া পয়েন্টে সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নাগরিকত্ব দিয়ে নিজ দেশে ফেরত নেয়া ও গণহত্যার বিচারসহ বেশ কিছু দাবি জানান বক্তারা। গত বছর ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী নির্যাতনে মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৮ লাখ রোহিঙ্গা।

রোহিঙ্গা নেতা মো. মসিউল্লাহ বলেন, ‘আমাদের রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি, নাগরিকত্ব, মৌলিক অধিকার দিতে হবে এবং গণহত্যার বিচার করতে হবে। আমরা নির্যাতিত কেউ না কেউ বাবা, মা ও বোন হারিয়েছি। তাদের বিচার না পেলে গিয়ে কি করব?

আরেক নেতা বলেন, ‘ধর্ষণের শিকার হয়েছেন ১৮৩৪ জন, নিহত হয়েছেন কয়েক হাজার, আগুনে পোড়ানো হয়েছে ৭২৫০০ টি বাড়ি, ৯০৬ টি মসজিদ ও ৯৫১ টি স্কুল। এসবের বিচার না হওয়া পর্যন্ত আমরা বিশ্ববাসীর কাছে দাবি জানাতে থাকবো।’

এসময় রোহিঙ্গা শরণার্থীদের মুখে একই স্লোগান উচ্চারিত হয় ‘আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। নিজ দেশে ফিরে যেতে চাই। আর সেজন্য আন্তর্জাতিক মহলের সহযোগিতা চাই। আমরা সেদিন ঘটনার জন্য দোষীদের বিচার চাই।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads