• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
বিশ্ব পর্যটন দিবস আজ

কক্সবাজার সমুদ্র সৈকত

ছবি : সংগৃহীত

জাতীয়

বিশ্ব পর্যটন দিবস আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০১৮

বিশ্ব পর্যটন দিবস আজ। জনসাধারণের মধ্যে পর্যটন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারো জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে দিবসটি পালন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ট্যুরিজম অ্যান্ড দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন’ অর্থাৎ ‘পর্যটন শিল্পের বিকাশে তথ্যপ্রযুক্তি।’ ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর এ দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (বেবিপপম) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ ছাড়া পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের লক্ষ্য।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি বলেছেন, প্রযুক্তিগত উত্তরণ ঘটিয়ে দেশের পর্যটন শিল্পের প্রচার ও উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ট্যুর অপারেটর, হোটেল ও অ্যাভিয়েশন সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন ব্যবসা পরিচালনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজনের কর্মসূচি তুলে ধরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেন, পর্যটন দিবসটি উদ্যাপনের অংশ হিসেবে ট্যুরিজম ফেস্ট ছাড়াও মোবাইল এসএমএস ব্লাস্ট, র্যালি, সেমিনার, গোলটেবিল বৈঠক, বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

দিবসের প্রথম প্রহরে সকাল ৮টায় রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের হবে। মৎস্য ভবন শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হবে। এর আগে সকাল ৭টায় রাজধানীর জাতীয় জাদুঘর থেকে ২০০ সাইক্লিস্টের অংশগ্রহণে বাইসাইকেল র্যালি বের হবে। এ র্যালটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে বিকালে অনুষদের হাবিবুল্লাহ কনফারেন্স হল ও টিএসসিতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফটো এক্সিবিশন, কুইজ প্রতিযোগিতা।

দিবসটি উপলক্ষে আজ থেকে তিন দিনব্যাপী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ট্যুরিজম ফেস্ট শুরু হচ্ছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় ও অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়েছে।

রাজধানীর ধানমন্ডি রবীন্দ্রসরোবরে এ উৎসবের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। উৎসবের সমাপনী দিন শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। প্রতিদিন বিকালে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আদিবাসী ও লোকনৃত্যের পাশাপাশি থাকছে লালন, বাউল ও জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের পরিবেশনা।

এ ছাড়া আগামী ২৮ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যপী সপ্তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে পর্যটন দিবস উপলক্ষে বিটিবির সহায়তায় কক্সবাজার, কুয়াকাটা, মোংলাসহ বিভাগীয় শহরগুলোতে সর্বস্তরের জনসাধারণের জন্য ফুড ফেস্টিভ্যাল আয়োজন হবে বলেও জানানো হয়।

১৯৭০ সালের ২৭ সেপ্টেম্বর সংস্থাটির বার্ষিক সম্মেলনের নাম, লক্ষ্য, উদ্দেশ্য পুনর্মূল্যায়ন করা হয়। তখন থেকে এর নাম ‘বিশ্ব পর্যটন সংস্থা’ করার বিষয়ে সদস্যদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। নতুন নামে ১৯৭৪ সাল থেকে কার্যক্রম শুরু করে সংস্থাটি। ১৯৮০ সালের বার্ষিক সম্মেলনে ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পর্যটন দিবস পালনের বিষয়ে ঐকমত্য হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads