• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
১০ দিনের ব্যবধানে ডিসি নিয়োগের আদেশে পরিবর্তন

ডিসি নিয়োগের আদেশে পরিবর্তন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

সংরক্ষিত ছবি

জাতীয়

১০ দিনের ব্যবধানে ডিসি নিয়োগের আদেশে পরিবর্তন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ অক্টোবর ২০১৮

মাত্র ১০ দিন আগের এক আদেশে তাদেরকে বদলি করা হয়েছিল। কিন্তু ১০ দিন পর এসে গতকাল ৭ অক্টোবর জারি করা এক আদেশে চাঁদপুর ও কুড়িগ্রামে আগের জেলা প্রশাসকই (ডিসি) স্বপদে বহাল রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ডিসি হিসেবে বদলির আদেশাধীন দুই কর্মকর্তার জেলাও পরিবর্তন করা হয়েছে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর চাঁদপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, ঠাকুরগাঁওসহ একযোগে ১০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। ওইদিন চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খানকে জীবন বীমা করপোরেশনের জিএম এবং কুড়িগ্রামের ডিসি মোছা. সুলতানা পারভিনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়। কিন্তু গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় সেই আদেশ বাতিল করায় তারা ফের ডিসি পদে বহাল হলেন। একই সঙ্গে ভূমিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ জাকির হোসেনকে কুড়িগ্রাম, স্থানীয় সরকার বিভাগের উপসচিব এম কামরুজ্জামান সেলিমকে চাঁদপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক অতুল সরকারকে জয়পুরহাট এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবেদ হোসেনকে ঠাকুরগাঁওয়ের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। সেই আদেশটিও গতকাল রোববার বাতিল করা হয়। রোববার নতুন করে ভূমিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ জাকির হোসেনকে জয়পুরহাট এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব এম কামরুজ্জামান সেলিমকে ঠাকুরগাঁওয়ের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads