• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
দেশে অসংক্রামক রোগে মৃত্যুহার ৬৭ শতাংশ

অসংক্রামক রোগ বলতে এসব সব রোগকে বুঝায় যা মানুষ থেকে মানুষে ছড়ায় না

প্রতীকী ছবি

জাতীয়

দেশে অসংক্রামক রোগে মৃত্যুহার ৬৭ শতাংশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০১৮

হূদরোগ, ক্যানসার ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগে মরছে বাংলাদেশের মোট মৃত্যুর ৬৭ শতাংশ। তামাকের ব্যবহারকেই এসব রোগ সৃষ্টির অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘তামাকমুক্ত বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনে তামাক কোম্পানির হস্তক্ষেপ বন্ধ জরুরি’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এমন দাবি করেন। সভার সভাপতি তামাকবিরোধী জোটের উপদেষ্টা আবু নাসের বলেন, তামাকজাত পণ্যের কোম্পানিগুলো বেপরোয়া আগ্রাসন চালাচ্ছে। জনস্বাস্থ্য রক্ষায় সরকারকে এখন কঠোর ব্যবস্থা নিতে হবে। ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করতে তামাক কোম্পানিকে কোনো ছাড় দেওয়া যাবে না। পাহাড়ে তামাক চাষ বন্ধ, কর ফাঁকিতে কোম্পানিগুলোর কঠোর শাস্তি, প্রত্যক্ষ-পরোক্ষ সব বিজ্ঞাপন প্রচারণা বন্ধ, আইন নীতি প্রণয়ন ও বাস্তবায়নে তামাক কোম্পানির হস্তক্ষেপ বন্ধে ব্যবস্থা নিতে হবে।

সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ তামাকবিরোধী জোটের দাফতরিক সম্পাদক সৈয়দা অনন্যা রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার। এ ছাড়া বক্তব্য দেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক নিখিল ভদ্র প্রমুখ।

আলোচনা সভার পর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ তামাকবিরোধী জোটের পক্ষ থেকে একটি মানববন্ধন করা হয়। মানববন্ধন ও মতবিনিময় সভায় অন্যান্য সামাজিক সংগঠন ও বেসরকারি সংস্থার মধ্যে মাস্তুল ফাউন্ডেশন, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, একলাব, অর্ক ফাউন্ডেশন, ব্যুরো অব ইকোনমিক অ্যান্ড রিসার্চ, ইপসা, এইড ফাউন্ডেশন, নাটাব, তাবিনাজ, টিসিআরসি, ইনস্টিটিউট অব ওয়েলবিং, মানব উন্নয়ন সংগঠন, বিসিসিপি, নারী প্রগতি সংগঠন, প্রত্যাশা, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), হিমু পরিবহন, সুপ্র, নারীপক্ষ, নবনীতা মহিলা কল্যাণ সমিতি, বাঁচতে শিখো নারী, কারিতাস বাংলাদেশ, আইআরডি, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, সোশ্যাল শেল্টার, পিইউবি, গণমাধ্যম, গ্রামবাংলা উন্নয়ন কমিটি, সুপ্রভাত, ইকো সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় অংশ নেয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads