• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
শারদীয় দুর্গোৎসব শুরু কাল

শারদীয় দুর্গোৎসব শুরু কাল

সংগৃহীত ছবি

জাতীয়

সারা দেশে পূজামণ্ডপ বেড়েছে ১১৯৫টি

শারদীয় দুর্গোৎসব শুরু কাল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৮

অপেক্ষার পালা শেষে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে দুর্গতিনাশিনী দশভুজা দেবীর ষষ্ঠী পূজা। গত ৮ অক্টোবর মহালয়ার মাধ্যমে সারা দেশে মহাসমারোহে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবীর আগমনীবার্তায় কাল থেকে ঢাকের বাদ্যি, কাঁসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে সারা দেশের পূজামণ্ডপ।

পূজার সার্বিক প্রস্তুতি নিয়ে ঢাকা মহানগর সর্বজনীন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা গতকাল শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এতে বলা হয়, এবারের দুর্গাপূজায় সারা দেশে পূজামণ্ডপ সংখ্যা বেড়েছে এক হাজার ১৯৫টি। রাজধানী ঢাকায় বেড়েছে চারটি পূজামণ্ডপ। এবার বিজয়া দশমী শুক্রবারে হওয়ায় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শোভাযাত্রা বন্ধ থাকবে। এরপর প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

প্রতিবছরের মতো এবারো যথানিয়মে বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত হয়েছে। এদিন রাত ১০টার মধ্যে বিসর্জন সম্পন্ন করতে সব পূজামণ্ডপ অঙ্গ সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে। সভায় জানানো হয়, ১৯ অক্টোবর বেলা ৩টায় মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির থেকে বিজয়ার শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, পুলিশ হেডকোয়ার্টার, গোলাপ শাহ মাজার, গুলিস্তান, নবাবপুর, রায়সাহেবের বাজার হয়ে সদরঘাটের ওয়াইজঘাট বিনাস্মৃতি ঘাটে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মনীন্দ্র কুমার নাথ, অ্যাডভোকেট তাপস কুমার পাল প্রমুখ।

এদিকে জাতীয় নির্বাচনের আগে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির জন্য দুর্গাপূজার সময় গুজবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহজনক পোস্ট তদারকি শুরু করেছে পুলিশ প্রশাসন। এ ছাড়া মণ্ডপে মণ্ডপে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।

এবার সারা দেশে ৩১ হাজার ২৭২টি পূজামণ্ডপে পূজা হবে। গত বছর পূজামণ্ডপের সংখ্যা ছিল ৩০ হাজার ৭৭টি। এর মধ্যে ঢাকা বিভাগে ছয় হাজার ৮০৪টি, চট্টগ্রামে চার হাজার ৫০৬টি, সিলেটে দুই হাজার ৩৪১টি, খুলনায় চার হাজার ৮৮৩টি, রাজশাহীতে তিন হাজার ৫৪২টি, রংপুরে পাঁচ হাজার ৩৭১টি, বরিশালে এক হাজার ৭২৪টি ও ময়মনসিংহে দুই হাজার ১০১টি। একমাত্র সিলেট বিভাগ ছাড়া বাকি সাতটি বিভাগেই মণ্ডপের সংখ্যা বেড়েছে।

রাজধানীর বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, দুর্গাৎসবের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আজ মণ্ডপে মণ্ডপে প্রতিমাকে আসনে বসানো হবে। রঙ-তুলি দিয়ে প্রতিমার গায়ে শেষবারের মতো তুলির আঁচড় দিচ্ছেন প্রতিমাশিল্পীরা। ১৫ অক্টোবর সকালে মহাষষ্ঠী পূজা ও সন্ধ্যায় দেবীর বোধন। ১৬ অক্টোবর নবপত্রিকা প্রবেশ, সপ্তমী ও মহাসপ্তমী বিহিত পূজা। ১৭ অক্টোবরে মহাষ্টমী, কুমারী পূজা ও সন্ধিপূজা। ১৮ অক্টোবরে মহানবমী পূজা এবং ১৯ অক্টোবরে দেবীর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads