• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
আইয়ুব বাচ্চুর জানাজা শুক্রবার জাতীয় ঈদগাহে

দেশবরেণ্য ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু

সংগৃহীত ছবি

জাতীয়

আইয়ুব বাচ্চুর জানাজা শুক্রবার জাতীয় ঈদগাহে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ অক্টোবর ২০১৮

দেশবরেণ্য ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর নামাজে জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুমআ জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। শনিবার চট্টগ্রামে নিজ গ্রামে  আরেকদফা জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আইয়ুব বাচ্চুর মরদেহ আজ সারাদিন এই হাসপাতালেই থাকবে। শুক্রবার জানাজা শেষে মরদেহ চট্টগ্রামে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হবে। শনিবার নিজ গ্রামে জানাজা শেষে মায়ের কবরের পাশে শায়িত করা হবে।’

আজ বৃহস্পতিবার সকালে নিজ বাসায় অসুস্থ্য হয়ে পড়েন তিনি। এরপর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এ জনপ্রিয় শিল্পী।

জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক।  সঙ্গীতজগতে ১৯৭৮ সালে তার যাত্রা শুরু হয় ফিলিংস ব্যান্ডের মাধ্যমে। এরপর দশ বছর সোলস ব্যান্ডে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন তিনি।   

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads