• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
নির্বাচন ঘিরে ব্যাপক রদবদল পুলিশে

লোগো পুলিশ

জাতীয়

নির্বাচন ঘিরে ব্যাপক রদবদল পুলিশে

  • আজাদ হোসেন সুমন
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যাপক রদবদলের প্রক্রিয়া শুরু হয়েছে পুলিশ বাহিনীতে। বাহিনীর শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন এ বদলি প্রক্রিয়ার আওতায়।

সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সক্রিয় হচ্ছে পুলিশ সদর দফতর। এই তৎপরতার অন্যতম অংশ হিসেবে রয়েছে বাহিনীর বিভিন্ন পদে ব্যাপক রদবদল। এ লক্ষ্যে গ্রাউন্ড ওয়ার্কও শুরু হয়েছে ইতোমধ্যে। ডিআইজি থেকে শুরু করে মাঠ পর্যায়ে কর্মরত সাব-ইন্স্পেক্টরও থাকছেন এ বদলির আওতায়। চলতি অক্টোবরেই এ বদলি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র মতে, নির্বাচনের মাসে আরো একটি রদবদল হবে পুলিশ বাহিনীতে। সেটি হবে আরো ব্যাপক আকারে। ওই রদবদলে দেশের বেশিরভাগ পুলিশ সুপার, প্রায় সব থানার ওসি, কোনো কোনো রেঞ্জ ডিআইজি এবং মহানগর পুলিশ কমিশনারও থাকতে পারেন।

এ ব্যাপারে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (কনফিডেন্সিয়াল অ্যান্ড স্পেশাল ম্যানেজমেন্ট) মনিরুজ্জামান বলেন, পুলিশের বদলি তো স্বাভাবিক নিয়মের বিষয়। সাধারণত একজন কর্মকর্তাকে একই স্টেশনে তিন বছরের বেশি রাখা হয় না। সে অনুযায়ী বদলিটা পুলিশের রুটিন ওয়ার্ক। এটা বছর জুড়ে চলতে থাকে। তবে নির্বাচনের আগে ম্যাসিভ একটা চেঞ্জ হয়। বিভিন্ন কারণও রয়েছে এর পেছনে।

নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব জানান, পুলিশে একটি বদলির তালিকা করা হয়েছে। শিগগিরই তাদের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে নির্দেশনা এলে দ্রুত তাদের বদলির পরিপত্র জারি করা হবে।

তিনি বলেন, এ বদলি কার্যকর হতে সময় লাগবে। তবে সাধারণত নির্বাচনের আগে ব্যাপক একটি রদবদল করা হয়। সেটা নির্বাচন কমিশনের পরামর্শের ভিত্তিতে হয়ে থাকে।

ওই যুগ্ম সচিব আরো বলেন, শুধু পুলিশে নয়। গোয়েন্দা সংস্থায়ও রদবদলের সম্ভাবনা আছে। রদবদলকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই।

এদিকে বদলি প্রক্রিয়া শুরু হওয়ার আগেই অনেক কর্মকর্তা পছন্দমতো স্থানে বদলির আশায় পুলিশ সদর দফতরে ধরনা দিচ্ছেন। কিন্তু পুলিশ সদর দফতর থেকে ইতোমধ্যে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বদলি নিয়ে কোনো তদবির নয়। চাকরি করতে হলে যেখানে বদলি হবে সেখানেই যোগ দিতে হবে। ঊর্ধ্বতনদের এমন বক্তব্যে নিরাশ হওয়া পুলিশ সুপার মর্যাদার এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আমরা বর্তমান সরকারের জন্য অনেক কাঠখড় পুড়িয়েছি। আমরা তো একটু অগ্রাধিকার চাইতেই পারি।’

এদিকে পুলিশ সদর দফতর সূত্র জানায়, নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে রদবদল চাইবে এটা সেটা নয়। সদর দফতরের মাধ্যমে প্রতিদিন দেশব্যাপী পুলিশ বাহিনীর কর্মকাণ্ড মনিটরিংয়ের পরিপ্রেক্ষিতে এই রদবদল। সূত্র মতে, পুলিশ বাহিনীতে বর্তমানে ১ লাখ ৯৯ হাজার সদস্য রয়েছেন। এখান থেকে বাছাই করে ৫০০ জনকে রদবদলের আওতায় আনা হতে পারে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads