• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
মইনুল হোসেনের বিচার দাবিতে ঝাড়ু হাতে মিছিল

ব্যারিস্টার মইনুল হোসেনের বিচার দাবিতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগ

ছবি : তানভীর আহমেদ সিদ্দিকী

জাতীয়

মইনুল হোসেনের বিচার দাবিতে ঝাড়ু হাতে মিছিল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ অক্টোবর ২০১৮

সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটুক্তি করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিচার দাবিতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগ।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি তোলেন তারা। সমাবেশ শেষে মইনুল হোসেনের কুশপুত্তলিকা পোড়ানোর পর ঝাড়ু মিছিল বের করেন তারা। এই বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নীলুফা ইয়াসমিন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। ঝাড়ু মিছিল পূর্ব সমাবেশে সংগঠনের নেতা আদিবা আঞ্জুম মিতা, পারভীন খায়ের, ডেইজী সারোয়ার, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সারমিন জাহান মেরী, অ্যাডভোকেট খাদিজা, চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা প্রমুখ বক্তৃতা করেন।

সমাবেশে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, ‘গণমাধ্যমে সারা বিশ্বকে জানান দিয়ে মাসুদা ভাট্টিকে অকথ্য ভাষায় অপমান করেছেন মইনুল হোসেন। এর মাধ্যমে দেশের সমগ্র নারী সমাজকে অপমান করেছেন তিনি। এই মইনুল হোসেন ওয়ান ইলেভেনের সময় ক্ষমতার লোভে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে গিয়ে বলেছিলেন- আমরা চুনোপুটি ধরি না, রুই-কাতলা ধরি। সেই রুই-কাতলা নিয়ে খেলা করতে গিয়ে তিনি চক্রান্তের মাধ্যমে দুই বছর ক্ষমতা দখল করে দেশের মানুষকে জিম্মি কওে রেখেছিলেন। এই মইনুল হোসেন নিজের ভাইকে শায়েস্তা করতে ইত্তেফাক অফিসে মানুষ হত্যা করেছেন। সেই হত্যা মামলাকেও গায়েব করে দিয়েছিলেন।’

তিনি আরো বলেন, ‘এই নারীবিদ্বেষী, যারা অসৎভাবে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করেন, এই মানুষরূপী নরপশুদেরকে বাংলাদেশের মাটিতে বিচার করতে ঝাড়ু হাতে, জুতা হাতে যুব মহিলা লীগের কর্মীরা প্রস্তুত রয়েছেন।’

তিনি বলেন, ব্যারিস্টার মইনুলকে পুলিশ গ্রেফতার করায় আমরা সন্তোষ প্রকাশ করছি। এবার নারী সমাজকে অপমানকারী মইনুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ যেন নারীদেরকে এরূপ অপমান ও অবমাননা না করতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads