• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
সরকারি চাকরিতে ঢোকার বয়স ৩৫ করার দাবিতে শাহবাগে অবরোধ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে গতকাল রাজধানীর শাহবাগ অবরোধ করে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ

ছবি : -বাংলাদেশের খবর

জাতীয়

সরকারি চাকরিতে ঢোকার বয়স ৩৫ করার দাবিতে শাহবাগে অবরোধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। গতকাল শনিবার সংগঠনটির নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবরোধ শুরু করে। অবরোধে রাজধানীর শাহবাগ-ফার্মগেট, শাহবাগ-পল্টন, শাহবাগ-সায়েন্সল্যাব ও শাহবাগ-টিএসসিমুখী রাস্তায় যান চলাচলে বিঘ্ন হয়।

শনিবার বেলা ১২টা থেকে শাহবাগে প্রথমে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশগ্রহণ করে। পরবর্তীতে সংগঠনটি বিক্ষোভে যোগ দিলে রাজধানীর ব্যস্ততম ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবেলার আগাম প্রস্তুতি হিসেবে এ সময় বিপুল সংখ্যক পুলিশ, জলকামান, এপিসি গাড়ি মোতায়েন করা হয়।

সংগঠনের নেতাদের তথ্য মতে, গতকাল বেলা সাড়ে ১১টায় জাতীয় জাদুঘরের সামনে সাধারণ ছাত্র পরিষদের সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু জাদুঘরে চীনের স্বরাষ্ট্রমন্ত্রী আসার কারণে দুপুর সোয়া ১২টা থেকে কর্মসূচি শুরু হয়। এ সময় জাতীয় গণগ্রন্থাগারের ভেতরে সংগঠিত হয়ে সংগঠনটি মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয়। দাবি আদায়ে সংগঠনটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালাবে বলে জানান সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস।

বেলা সোয়া একটার দিকে শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এ সময় আন্দোলনকারীরা তাকে ঘিরে দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে গোলাম রব্বানী তাদের বলেন, ‘এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যেন কোনো সরকারবিরোধী লোক ঢুকতে না পারে।’

সাধারণ ছাত্র পরিষদের নেতা ইমতিয়াজ হোসেন সাংবাদিকদের বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আমাদের আন্দোলন চলছে ২০১২ সাল থেকে। শান্তিপূর্ণ কর্মসূচি নেওয়া হচ্ছে। সকল শ্রেণি-পেশার মানুষকে এই দাবি পূরণের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads