• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

জাতীয়

সা’দ অনুসারীদের শাস্তি চান দেওবন্দীরা

টঙ্গীতে তাবলিগের সংঘর্ষে মামলা আসামি ২৫ হাজার

  • নিজস্ব প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ ডিসেম্বর ২০১৮

টঙ্গীতে জোড় ইজতেমা ঘিরে ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মামলা হয়েছে। পুলিশের কাজে বাধা ও পুলিশকে আহত করার অভিযোগে টঙ্গী পশ্চিম থানার এসআই মো. রাকিবুল বাদী হয়ে মামলাটি করেন।

এদিকে ইজতেমা মাঠে হামলার জন্য মাওলানা সা’দ কান্ধলভীর অনুসারীদের দায়ী করে তাদের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন সা’দবিরোধী হিসেবে পরিচিত দেওবন্দী গ্রুপ। গতকাল রোববার দুপুরে সা’দবিরোধী অংশের তাবলিগের শূরা ও হেফাজত নেতারা রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলন করেন। আলাদা বিক্ষোভ-সমাবেশ করেছে আরেকটি অংশ।

টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক বলেন, গত শনিবার জোড় ইজতেমা ঘিরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থি ও জুবায়েরপন্থিদের সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা পুলিশের কাজে বাধা প্রদান করেন। তাদের হামলায় এক মুসল্লি নিহত এবং কয়েক শ মুসল্লি ও কয়েকজন পুলিশ আহত হন। পুলিশি কাজে বাধা ও পুলিশ আহত হওয়ার অভিযোগে রোববার দুপুরে টঙ্গী পশ্চিম থানায় অজ্ঞাতপরিচয় ২০-২৫ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন এসআই রকিব।

জোড় ইজতেমা ঘিরে দিল্লি মারকাজ ও দেওবন্দপন্থিদের সংঘর্ষে শনিবার টঙ্গীর ইজতেমা ময়দান রণক্ষেত্রে পরিণত হয়। এতে একজন নিহত এবং কয়েকশ জন আহত হয়েছেন। 

রাজধানীর পল্টনে গতকালের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সেখানে দুপুর থেকেই জড়ো হতে থাকেন সা’দবিরোধীরা। পরে তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে গিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন হেফাজতে ইসলামের নেতা ও জামিয়া রাহমানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মামুনুল হক। মিছিলে শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

এ ছাড়া মাওলানা সা’দ কান্ধলভীপন্থি মাওলানা ওয়াসিফ ও নাসিম গংদের বিচারের দাবিতে গতকাল বিকালে রাজধানী ঢাকার সদরঘাট-গাবতলী রোডে বিক্ষোভ সমাবেশ করে মাওলানা সা’দ কান্ধলভীবিরোধীরা। এতে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আতাউল্লাহ, মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, জাতীয় ইমাম সমাজের মহাসচিব মাওলানা মিনহাজ উদ্দীন, তাবলিগের জিম্মাদার মুফতি বশির, মুফতি ইলিয়াছ কাসেমী প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রনি মার্কেট, বড়গ্রাম ও আলীনগর প্রদক্ষিণ করে কামরাঙ্গীরচর থানার সামনে গিয়ে শেষ হয়।

ফেলে যাওয়া মালপত্র বিতরণে কমিটি : ইজতেমা মাঠে আসা তাবলিগ অনুসারীদের ফেলে যাওয়া মালপত্র বিতরণে গতকাল সকালে ৯ সদস্যের এক কমিটি গঠন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াইএম বেলালুর রহমান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শরীফুর রহমান জানান, উপকমিশনার মো. হানিফের নেতৃত্বে কমিটিতে রয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও জেলা প্রশাসকের প্রতিনিধি ছাড়াও টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ওসি এবং সাদপন্থি ও জুবায়েরপন্থির দুই প্রতিনিধি রয়েছেন। পরিচয়পত্র ও প্রমাণ নিশ্চিত করে ইজতেমা ময়দানে ফেলে যাওয়া মালপত্র সরবরাহ করা হবে।

এ ছাড়া সংঘর্ষে নিহত মুন্সীগঞ্জের ইসমাইল মণ্ডলের ছেলে বাদী হয়ে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads