• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
নকলা হানাদার মুক্ত দিবস কাল

নকলা হানাদার মুক্ত দিবস কাল

ছবি : সংগৃহীত

জাতীয়

নকলা হানাদার মুক্ত দিবস কাল

  • নকলা (শেরপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৮

কাল ৯ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে নকলার বীরমুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে মরনপন যুদ্ধ করে পাক-হানাদার বাহিনী ও তার দোসরদেরকে পরাজিত করে অবরুদ্ধ নকলাকে হানাদার মুক্ত করেছিল। ১১ নং সেক্টরের অধীনে কোম্পানী কমান্ডার আব্দুল হক চৌধুরী, টু-আইসি আব্দুর রশিদ ও সিকিউরিটি অফিসার একলিম শাহ’র উপস্থিতিতে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ চালাকালীন সময়ে বিভিন্ন রনাঙ্গনে যুদ্ধ করে ১৯জন মুক্তিযোদ্ধা শহীদ হন। মুক্তিবাহিনীরা সম্মুখ যুদ্ধে এগিয়ে যাওয়ার মাধ্যমে পিছু হটে পাক হানাদার বাহিনী। এক সময়ে মুক্তিযোদ্ধারা অবিরাম যুদ্ধ করতে করতে ১শ ১৭ জন বদরকে আটকে ফেলে এবং পাক সেনারা পালিয়ে যেতে বাধ্য হয়। পরে মুক্তিবাহিনীর কাছে পাকবাহিনীর শোচনীয় পরাজয় এবং কোম্পানী কমান্ডার আব্দুল হক চৌধুরীর কোম্পানীর মুক্তিবাহিনীর কাছে রাজাকার আলবদররা শতাধিক অস্ত্র জমার মাধ্যমে আত্মসমর্পন করলে ৯ ডিসেম্বর পূর্ব আকাশে সূর্যের লাল আভা উকি অবস্থায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি বোর্ড বাজারস্থ এলাকায় পাকহানাদার মুক্ত হওয়ার মাধ্যমে শেরপুরের নকলা উপজেলা এই দিনে পাকহানাদারের হাত থেকে দখলদার মুক্ত হয়। ৯ ডিসেম্বর সকাল ১০ টায় নকলা হাইস্কুল মাঠে আনুষ্টানিক ভাবে বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিকে দিবসটি পালন উপলক্ষে নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড নানা কর্মসূচি হাতে নিয়েছে বলে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads