• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

সংগৃহীত ছবি

জাতীয়

বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ ডিসেম্বর ২০১৮

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানে ডুজারিক জানিয়েছেন, সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। গত বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ডুজারিক বলেন, বাংলাদেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। নির্বাচনের আগে বাংলাদেশে কী পরিস্থিতি বিরাজ করছে?- এমন এক প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, আমরা সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যেকোনো জায়গাতেই নির্বাচন হোক না কেন, তা অবাধ ও নিরপেক্ষ হতে হবে এবং জনগণকে মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। তিনি বলেন, এটি আইনসিদ্ধ নীতিমালার মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

এর আগে গত ১০ ডিসেম্বর জাতিসংঘে এক নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র স্পষ্ট করে জানান, জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। জাতিসংঘের পর্যবেক্ষক নেই। আমরা পর্যবেক্ষক পাঠাই না। আমরা নীতিগতভাবে বিশ্বাস করি, যেকোনো ধরনের হুমকি থেকে মুক্ত ইতিবাচক পরিবেশে নির্বাচন হওয়া উচিত।

মুখপাত্র জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুরোধ অনুযায়ী বাংলাদেশের জাতিসংঘ কার্যালয় ইউএনডিপি/ইউএন ওমেনের সহায়তায় বাংলাদেশের সংসদ নির্বাচন প্রকল্পে কারিগরি নির্বাচনী সহযোগিতা দিচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads