• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের ৪০টি প্লাটুন মোতায়েন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের ৪০টি প্লাটুন মোতায়েন

সংগৃহীত ছবি

জাতীয়

উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের ৪০টি প্লাটুন মোতায়েন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপকূলীয় এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের ৪০টি প্লাটুন মোতায়েন থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক গতকাল শনিবার থেকে আগামী ১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। মোতায়েনকৃত এলাকাগুলোর মধ্যে ভোলা সদরে ১৮টি প্লাটুন, চট্টগ্রাম বিভাগে ১২টি প্লাটুন; এ ছাড়া খুলনা বিভাগে-১০টি প্লাটুন নির্বাচন এলাকায় মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন, বাংলাদেশ কোস্টগার্ড আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের ভোটাধিকার প্রদান ও সহিংসতা দমনে এবং শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার্থে তৎপর ভূমিকা পালন করছে। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads