• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ

ছবি : সংগৃহীত

জাতীয়

জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ ডিসেম্বর ২০১৮

চলতি বছরের অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

চলতি বছর জেএসসিতে পাশের হার ৮৫.৮৩ শতাংশ, জেডিসিতে পাশের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ। জেএসসি জিপিএ ৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন।

বেলা ১২টায় শিক্ষামন্ত্রণালয়ে সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এরপর দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব মেইল) এবং এসএমএস এর মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে।

জেএসসি-জেডিসির ফল www.educationboardresults.gov.bdছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে মিলবে। মোবাইলে ফল পেতে JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে এসএমএস করলেও ফল পাওয়া যাবে।

চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৫ নভেম্বর। সারাদেশে এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়। আট বোর্ডের অধীনে জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষা দেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads