• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
৮৪২৮ নবজাতককে স্বাগত জানাল বাংলাদেশ

৮৪২৮ নবজাতককে স্বাগত জানাল বাংলাদেশ

প্রতীকী ছবি

জাতীয়

৮৪২৮ নবজাতককে স্বাগত জানাল বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০২ জানুয়ারি ২০১৯

নতুন বছরকে একযোগে স্বাগত জানিয়েছে পুরো বিশ্ব। গতকাল মঙ্গলবার ২০১৯ সালের প্রথম দিনটিতে বাংলাদেশের মানুষও মেতেছিল বর্ষবরণের বর্ণিল আয়োজনে। তবে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বাংলাদেশের মানুষ নানা আয়োজনে ব্যস্ত থাকলেও তার ফাঁকেই আট হাজার ৪২৮ নতুন নাগরিককে স্বাগত জানিয়েছে।

ইউনিসেফ বলছে, বাংলাদেশে যেসব শিশু জন্ম নেবে তা বিশ্বজুড়ে জন্ম নেওয়া নবজাতকদের দুই দশমিক ১৩ শতাংশ। ইউনিসেফের হিসাবে বছরের প্রথম দিনে বিশ্বজুড়ে জন্ম নিয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৭২টি শিশু। আর এসব শিশুর চার ভাগের এক ভাগই জন্ম নেবে দক্ষিণ এশিয়া অঞ্চলে।

বিশ্বজুড়ে জন্ম নেওয়া এই চার লাখ শিশুর তিন ভাগের একভাগই মাত্র আটটি দেশে জন্মগ্রহণ করেছে। এর মধ্যে ভারতে ৬৯ হাজার ৯৪৪, চীনে ৪৪ হাজার ৯৪০, নাইজেরিয়ায় ২৫ হাজার ৬৮৫, পাকিস্তানে ১৫ হাজার ১১২, ইন্দোনেশিয়ায় ১৩ হাজার ২৫৬, যুক্তরাষ্ট্রে ১১ হাজার ৮৬, কঙ্গোতে ১০ হাজার ৫৩ এবং বাংলাদেশে ৮ হাজার ৪২৮টি শিশু জন্ম নিয়েছে।

জাতিসংঘের অঙ্গ সংস্থাটি বলছে, সোমবার মাঝ রাতে ঘড়ির কাঁটা যখন বারোটার ঘর স্পর্শ করে তখনই বিশ্বের বড় বড় শহর স্বাগত জানাতে শুরু করে নবজাতকদের। স্থানীয় সময় সোমবার রাতেই সিডনিতে ১৬৮ নতুন শিশু জন্মগ্রহণ করে। এরপর ধারাবাহিকভাবে টোকিওতে ৩১০, বেইজিং শহরে ৬০৫, মাদ্রিদে ১৬৬ শিশু জন্মগ্রহণ করে। আর নিউইয়র্কে জন্ম নেয় ৩১৭ শিশু।

ইউনিসেফের তথ্য মতে, এই বছরের প্রথম শিশুটি জন্মগ্রহণ করে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ফিজিতে। আর সর্বশেষ শিশুটি জন্মগ্রহণ করে যুক্তরাষ্ট্রে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads