• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
সারা দেশে আইজিপি প্রীতিভোজ আজ

পুলিশ বাহিনী

সংরক্ষিত ছবি

জাতীয়

সারা দেশে আইজিপি প্রীতিভোজ আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ জানুয়ারি ২০১৯

সারা দেশে মাঠ পর্যায়ে আজ আইজিপি প্রীতিভোজ উদযাপন করবে পুলিশ বাহিনীর সদস্যরা। এ নিয়ে এক বার্তাও পুলিশ সদর দফতর থেকে দেশের ৬৪ জেলা ও সব মহানগরে পাঠানো হয়েছে। শুধু প্রীতিভোজেই সীমাবদ্ধ থাকবে না; সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে। 

সন্ত্রাসী গ্রেফতার, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামি গ্রেফতার তথা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত থাকার ফাঁকে পুলিশ আজ কিছুটা সময় কাটাবে নাচে-গানে। খাবে উন্নতমানের খাবার। আইজিপির এ উদ্যোগে খুশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরা। ব্যয়ভার মেটাতে গত বৃহস্পতিবারই পুলিশ সদর দফতর থেকে বরাদ্দকৃত নগদ অর্থ দেশের সব থানার ওসি কাছে পাঠানো হয়েছে।

খাবার মেন্যুও ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। তাতে থাকবে পোলাওর সঙ্গে মোরগের রোস্ট, গরু ও খাসির রেজালা, মুরগির গিলা-কলিজা আর বুটের ডালের সমন্বয়ে লটপটি, বোরহানি, পায়েস ও সফট ড্রিংকস।

সূত্র জানায়, আইজিপির প্রীতিভোজে এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানাবে না। এটা শুধু পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। থানায় কর্মরত সব পুলিশ সদস্য এবং ফাঁড়ি পুলিশ ও সংশ্লিষ্ট থানায় কর্তব্যরত আনসার বাহিনীর সদস্যরা অংশ নেবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন থানার ওসি বাংলাদেশের খবরকে বলেন, আমরা সাধারণত কোনো বিনোদনের সুযোগ পাই না। দিনরাত ইত্যকার অপরাধের ঘটনা ফেস করতে গিয়ে অনেক সময় একঘেঁয়েমি লাগে। কিন্তু কাজ তো কাজই-করার কিছু থাকে না। এ অবস্থায় আইজিপি প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনটা হচ্ছে উষ্ণ মরুর বুকে এক পশলা বৃষ্টির মতো, যা পুলিশ সদস্যদের স্বস্তি দেবে।

আইজিপির প্রীতিভোজ হবে আজ দুপুরে দেশের ৬৩৩ থানায়। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে কোনো কোনো থানা বিশেষ অনুমতি নিয়ে প্রীতিভোজ-সাংস্কৃতিক অনুষ্ঠান দুটো পর্বই রাতে করবে। আর পুলিশ সদর দফতরের অপর একটি সূত্র জানায়, আইজিপি প্রীতভোজ পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। আইজিপির আমন্ত্রণে এ দিন পদস্থ পুলিশ কর্মকর্তারা প্রীতিভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads