• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
শোলাকিয়ায় সৈয়দ আশরাফকে আবেগঘন বিদায়

ছবি : সংগৃহীত

জাতীয়

শোলাকিয়ায় সৈয়দ আশরাফকে আবেগঘন বিদায়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০১৯

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে। এসময় নিজ এলাকা কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের জানাজায় শামিল হতে অপেক্ষায় ছিলেন হাজার হাজার মানুষ। শেষবারের মতো সেই নেতাকে বিদায় জানাতে ঐতিহাসিক শোলাকিয়া ময়দান ছিল কানায় কানায় পূর্ণ।

দুপুরে জানাজার কথা থাকলেও সকাল থেকেই শোলাকিয়া ময়দানে জড়ো হন রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ দূর দূরান্ত থেকে আসা নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।

দুপুর সোয়া ১টায় অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা। জানাজা শেষে একাত্তরের এই গেরিলা যোদ্ধাকে দেয়া হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। এরপরই নিজ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন কিশোরগঞ্জ-এক আসন থেকে নির্বাচিত পাঁচবারের এই আইন প্রণেতা।

জানাজায় অংশ নিতে এসে সবার কণ্ঠেই ঝরলো সৈয়দ আশরাফের উদারতার কথা। স্মরণ করেন কিশোরগঞ্জ নিয়ে তার উন্নয়ন ভাবনা।

প্রিয় অভিভাবক হারিয়ে নিয়ে কিশোরগঞ্জবাসী বলছে, এ শূন্যতা পূরণ হবার নয়। তবে সৈয়দ আশরাফ বেঁচে থাকবেন রাজনীতির শুদ্ধ পুরুষ হয়ে প্রজন্ম থেকে প্রজন্মে।

উল্লেখ্য, সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার (৩ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads