• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
এলজিআরডি মন্ত্রী হলেন সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম

ছবি : সংগৃহীত

জাতীয়

কুমিল্লা-০৯ আসন

এলজিআরডি মন্ত্রী হলেন সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম

  • কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ (কুমিল্লা)
  • প্রকাশিত ০৭ জানুয়ারি ২০১৯

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এ বিজয়ে টানা ৩য় বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। নতুন সরকারের মন্ত্রীসভার আকার হচ্ছে ৪৬ জন। এর মধ্যে মন্ত্রী ২৪ জন। প্রতীমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হিসেবে শপথ নিবেন ০৩ জন।

গতকাল রবিবার বিকেলে মন্ত্রী সভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রী পরিষদের সচিব মোঃশফিউল আলম। মন্ত্রী পরিষদ বিভাগের ফোন পেলেন কুমিল্লা ০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম। তাকে স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায়(এলজিআরডি) মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন আজ। মুহুর্তের মধ্যে এ সংবাদ ছড়িয়ে পড়ায় লাকসাম-মনোহরগঞ্জবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে।

মোঃ তাজুল ইসলাম ১৯৯৬ সালে এ আসনে প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারসহ তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত পনের বছর সংসদ সদস্য থাকাকালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রনালয়, অর্থ মন্ত্রনালয়, পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সর্বশেষ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। মন্ত্রীত্ব পাওয়ার আনন্দে দলীয় নেতাকর্মীরা লাকসাম-মনোহরগঞ্জে মিষ্টিবিতরণ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads