• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
পোশাক খাতের মজুরি কাঠামো পর্যালোচনায় কমিটি

বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা

সংগৃহীত ছবি

জাতীয়

পোশাক খাতের মজুরি কাঠামো পর্যালোচনায় কমিটি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ জানুয়ারি ২০১৯

পোশাক খাতের শ্রমিকদের টানা বিক্ষোভের মুখে নতুন মজুরি কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক মাসের মধ্যে এ মজুরি কাঠামো পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত জানানো হবে বলে  জানিয়েছেন নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ মঙ্গলবার মতিঝিলের শ্রমভবনে মালিক, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মনুশি ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান ।ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে টানা তিন দিন ঢাকার রাস্তায় পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে এই বৈঠকে ডাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মালিক পক্ষের ৫ জন, শ্রমিক পক্ষের ৫ জন এবং সরকারের বাণিজ্য সচিব ও শ্রম সচিবকে নিয়ে মোট ১২ সদস্যের কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কমিটি আগামী এক মাসের মধ্যে মজুরির অসঙ্গতিগুলো খতিয়ে দেখবে এবং সমস্যা সমাধানে পদক্ষেপ নেবে।’

তিনি বলেন, ‘মজুরি নিয়ে কোনো সমস্যা থাকলে তা আলোচনা করে এক মাসের মধ্যেই সমাধান করা হবে।’

এ সময়ের মধ্যে শ্রমিকদের রাস্তায় বিশৃঙ্খলা না করে কাজে ফিরে যাওয়ার আহ্বানও জানান নতুন এ বাণিজ্যমন্ত্রী।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান বলেন, চলতি মাসের মধ্যে সমন্বয় করে ঘাটতি মজুরি দেওয়া হবে। বেসিক বা গ্রস হোক মজুরি কমবে না।

গত তিনদিন ধরে রাজধানীর উত্তরা আবদুল্লাহপুর ও আজমপুরে কারখানা শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। মঙ্গলবার সকালেও মিরপুরের কালশীতে সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুঁড়ে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads