• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
বিপিএল নিষিদ্ধের দাবি ওলামা লীগের

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ওলামা লীগের মানববন্ধন কর্মসূচি

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

বিপিএল নিষিদ্ধের দাবি ওলামা লীগের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ জানুয়ারি ২০১৯

টি-টোয়েন্টি ক্রিকেটের ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) 'জুয়াড়ি তৈরির কারখানা' হিসেবে অভিহিত করে এটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ সমর্থক সংগঠন ওলামা লীগ। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনটি বাল্যবিবাহ বিরোধী আইন বাতিলের দাবিও জানায়।

বিপিএল নিষিদ্ধের দাবি জানিয়ে ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরিয়তপুরী বলেন, 'এই ক্রিকেট টুর্নামেন্ট জুয়া খেলার প্রসার ঘটাচ্ছে। বিপিএলের নামে দেশকে জুয়াড়ীদের আস্তানায় পরিণত করা হচ্ছে। প্রতিটি ব্যাটে বলে এখন জুয়ার বাজি ধরা হচ্ছে। বড় বড় জুয়াড়ীদের পাশাপাশি চায়ের দোকানের সাধারণ লোকজনও এখন বিপিএল, আইপিএল তথা ক্রিকেট জুয়ায় মত্ত হয়েছে- যা সম্পূর্ণ সংবিধানবিরোধী।'

তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধু দেশের সংবিধানে মদ ও জুয়া নিষিদ্ধ করেছেন। সেই জুয়াড়ী তৈরির আসর বিপিএল, আইপিএলের মতো খেলাধুলা বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।'

এসময় বাল্যবিবাহ বিরোধী আইন বাতিলের দাবি জানান ওলামা লীগের নেতারা। বাল্যবিয়ের পক্ষে যুক্তি দেখিয়ে  আবুল হাসান বলেন, '১৮ বছরের নিচের ছেলে-মেয়েদের বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে আশঙ্কাজনকহারে বেড়েই চলে অবৈধ গর্ভপাত, ভ্রুণহত্যা ও কুমারী মাতার পরিমাণ। অবিলম্বে এই কুফরি আইন প্রত্যাহার করতে হবে।'

এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সমালোচনা করে ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরিয়তপুরী বলেন, 'নারী ফুটবলারদের বিয়ে নিষিদ্ধ করে লিভ টুগেদারসহ অনৈতিকতাকে উৎসাহিত করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের  ষড়যন্ত্রকারী হোতাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।'

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads