• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
এবার শীর্ষ চিন্তাবিদদের তালিকায় শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংরক্ষিত ছবি

জাতীয়

এবার শীর্ষ চিন্তাবিদদের তালিকায় শেখ হাসিনা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০১৯

বৈশ্বিক শীর্ষ চিন্তাবিদদের তালিকায় জায়গা করে নিয়েছেন টানা তৃতীয়বার সরকারপ্রধান হিসেবে সম্প্রতি দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরেন পলিসির ‘গ্লোবাল থিংকারস’ শিরোনামের ওই তালিকায় দেখা যায়, বেশ কয়েকটি ক্যাটাগরিতে বৈশ্বিক চিন্তাবিদদের ভাগ করা হয়েছে। এর মধ্যে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি বিভাগের শীর্ষে দশে অবস্থান করছেন শেখ হাসিনা। তালিকায় তার অবস্থান নবম।

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিখ্যাত সাময়িকী ‘ফরেন পলিসি’ সম্প্রতি বৈশ্বিক চিন্তাবিদদের একটি তালিকা প্রকাশ করেছে। আর এতে বিশ্বের ক্ষমতাধর অনেক ব্যক্তির সঙ্গে অবস্থান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি বিভাগের শীর্ষে আছেন ইরানের বহুল আলোচিত অভিজাত বাহিনী ‘কুদস’ ফোর্সের কমান্ডার কাশেম সুলেইমানি। এছাড়া দ্বিতীয় অবস্থানে আছেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী উরসুলা ভন দার লেয়েন।

ফরেন পলিসির ওই তালিকায় ‘দ্য স্ট্রংম্যান’ বিভাগের শীর্ষে আছে জামার্নির চ্যান্সেলর এঙ্গেলা মরকেল এবং দ্বিতীয় অবস্থানে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

‘ফোরটি অ্যান্ড আন্ডার’ বিভাগের শীর্ষে আছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আরদার্ন। এছাড়া এই তালিকায় আরও আছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাডকার।

এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের করা বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ছিলেন শেখ হাসিনা। ২০১৭ সালে নভেম্বরে করা ওই তালিকায় ৩০তম অবস্থানে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে ‘লেডি অব ঢাকা’ আখ্যায়িত করে ফোর্বস-এ বলা হয়েছিল, শেখ হাসিনা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার অঙ্গীকার করেছেন এবং তাদের জন্য ২০০০ একর জমি বরাদ্দ দিয়েছেন, যা মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির অবস্থানের পরিষ্কার বিপরীত। এই সাময়িকীর ২০১৬ সালের তালিকায় তিনি ছিলেন ৩৬তম অবস্থানে। ২০১৪ সালে এশিয়ার প্রভাবশালী শীর্ষ ১০০ জনের তালিকায় ছিলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তালিকায় প্রধানমন্ত্রীর অবস্থান ছিল ২২তম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads