• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
বাগেরহাটে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে শহরে র‌্যালী বের করা হয়

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

বাগেরহাটে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০১৯

“সুস্থ সবল জাতি চাই, পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে।

বাগেরহাট জেলা প্রসাশন ও খাদ্য বিভাগের আয়োজনে আজ শনিবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে এসে শেষ হয়।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি অতিথি ছিলেন, বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ শাহাদাৎ হোসেন, ভারপ্রাপ্ত সিবিল সার্জন ডাঃ পুলক দেবনাথ, শিক্ষাবীদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দীন হায়দার প্রমুখ।

বক্তারা, সকলের নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads