• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
পুলিশ সপ্তাহ শুরু আজ

পুলিশ সপ্তাহ শুরু আজ

সংরক্ষিত ছবি

জাতীয়

পুলিশ সপ্তাহ শুরু আজ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি ২০১৯

‘পুলিশ-জনতা ঐক্য গড়ি, মাদক-জঙ্গি নির্মূল করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের মতো এবারো বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আজ সোমবার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০১৯। পাঁচ দিনব্যাপী এ পুলিশ সপ্তাহ চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

পুলিশ সদর দফতর সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন। এ সময় সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত ১০টি কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের নয়নাভিরাম কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

পুলিশ সপ্তাহ উপলক্ষে গত ২০১৮ সালে বাহিনীর সদস্যদের সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৪০ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬২ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০৪ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ দেওয়া হবে। এ ছাড়া ১৪৩ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদান করা হবে। এর মধ্যে  জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় ডিএমপির গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর মরহুম মো. জালাল উদ্দিন পিপিএম ও ডিএমপির কনস্টেবল মরহুম মো. শামীম মিয়াকে বিপিএম মরণোত্তর পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) পৃথক বাণী দিয়েছেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। সরকারি-বেসরকারি টেলিভিশন ও বেতার চ্যানেলগুলো পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।

আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার আইনশৃঙ্খলা ও অপরাধ সংক্রান্ত মতবিনিময় সভার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পুলিশ সপ্তাহের নানা আয়োজনের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads