• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
মেলায় ৮০ কোটি টাকার বই বিক্রি

সংগৃহীত ছবি

জাতীয়

মেলায় ৮০ কোটি টাকার বই বিক্রি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ মার্চ ২০১৯

অমর একুশে গ্রন্থমেলায় এবার ৮০ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ। তিনি জানান, গত বছর বইমেলায় ৭০ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছিল। সে হিসেবে এবার বিক্রীত বইয়ের সংখ্যা বেশি।

ড. জালাল আহমেদ বলেন, সবচেয়ে বেশি বিক্রীত বইয়ের মধ্যে উপরের সারিতে রয়েছে উপন্যাস। এ ছাড়া বাংলা একাডেমির অভিধানও প্রচুর বিক্রি হয়েছে। তবে কোন বইটি কত কপি বিক্রি হয়েছে তা তিনি জানাতে পারেননি।

ড. জালাল আহমেদ বলেন, বাংলা একাডেমির প্রকাশিত সবচেয়ে বেশি বিক্রীত বইয়ের তালিকার প্রথমে আছে ইংরেজি থেকে বাংলা বানান অভিধান, বিক্রিতে দ্বিতীয় স্থানে আছে বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বইটি।

অনলাইনকেন্দ্রিক বই বিক্রির প্ল্যাটফর্ম রকমারি ডটকমের তথ্য মতে এ বছরের ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি বিক্রীত বই হচ্ছে আরিফ আজাদ রচিত ‘প্যারাডক্সিক্যাল সাজিদ ২’। এটি উপন্যাস। প্রতিষ্ঠানটি এর ক্যাটাগরি করেছে ইসলামী বই হিসেবে।

রকমারি ডটকমের কমিউনিকেশন ও ইনবাউন্ড মার্কেটিং কর্মকর্তা মাহামুদুল হাসান সাদি জানান, এ বছরে সবচেয়ে বেশি বিক্রীত উপন্যাস হচ্ছে মুহম্মদ জাফর ইকবাল রচিত ‘নিয়ান’ উপন্যাসটি। বেস্ট সেলার গল্পের বইয়ের মধ্যে শুরুতেই আছে মুহম্মদ জাফর ইকবাল রচিত ‘যখন টুনটুনি তখন ছোট চাচ্চু’ বইটি।

বছরের বেস্ট সেলার কবিতার বই হচ্ছে রুদ্র গোস্বামী’র লেখা ‘ভালোবাসব বলেই’। দ্বিতীয় স্থানে আছে সদ্য প্রয়াত বাংলা কবিতার শক্তিমান পুরুষ আল মাহমুদ রচিত ‘সোনালী কাবিন’। তিনি আরো জানান, তাদের হিসেবে এ বছরের সবচেয়ে বেশি বিক্রীত সায়েন্স ফিকশন হচ্ছে মুহম্মদ জাফর ইকবাল এর লেখা ‘নিয়ান’। তবে কোন বইটি কত কপি বিক্রি হয়েছে এ তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads