• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
হার্টে ৩টি ব্লক, সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ছবি : সংগৃহীত

জাতীয়

ওবায়দুল কাদের হাসপাতালে

হার্টে ৩টি ব্লক, সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ মার্চ ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিয়াক বিভাগে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। তথ্যমন্ত্রী জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে।

এর আগে আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিয়াক বিভাগে নেয়া হয়।

সকাল ১০টা ৩০ মিনিটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ওবায়দুল কাদেরের তিনটি ব্লক ধরা পরেছে। এরই মধ্যে একটি ব্লক অপসারণ করা হয়েছে। তবে তার ব্লাড প্রেসার ও হার্টবিট স্বাভাবিক, ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সকালে বিএসএমএমইউয়ের পরিচালক বি. জে. আব্দুল্লাহ আল হারুন গণমাধ্যমকে জানান, আজ সোয়া ৯টার দিকে তাকে এনজিওগ্রাম করানো হচ্ছে।

বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, হৃদরোগের সমস্যা নিয়ে সকাল সাড়ে ৭টায় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ‘ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার। এখন এনজিওগ্রাম করা হচ্ছে।’

এছাড়া মাহবুবুল হক হানিফ বলেন, দেশবাসীর কাছে ওবায়দুল কাদের জন্যে দোয়া চাই।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ওবায়দুল কাদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads