• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
চ্যানেল নাইনের বার্তা বিভাগ বন্ধের ঘোষণায় ডিআরইউ’র উদ্বেগ

সংগৃহীত ছবি

জাতীয়

চ্যানেল নাইনের বার্তা বিভাগ বন্ধের ঘোষণায় ডিআরইউ’র উদ্বেগ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ মার্চ ২০১৯

বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের বার্তা বিভাগ হঠাৎ বন্ধের ঘোষণা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

গত ৩ মার্চ চ্যানেল নাইনের বার্তা বিভাগ বন্ধের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। চ্যানেলটির ১৬০ জন সাংবাদিক ও কর্মচারিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, যার মধ্যে বেশ কয়েকজন ডিআরইউ সদস্যও রয়েছেন।

আগামী ২৮ মার্চ থেকে চ্যানেলটি শুধুমাত্র খেলাধুলা ও বিনোদন-সংক্রান্ত অনুষ্ঠান সম্প্রচার করবে বলেও জানানো হয়।

মঙ্গলবার এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান চ্যানেল নাইন কর্তৃপক্ষকে এ ধরনের পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের গণমাধ্যম বিকাশের সরকারি ইতিবাচক উদ্যোগের সুযোগ নিয়ে শুধু ব্যবসায়িক স্বার্থ হাসিল করা রীতিমতো অন্যায় ও অমানবিক।’

সাংবাদিক ও কর্মচারিদের প্রতি সম্মান রেখে মানবিক হওয়ার জন্য চ্যানেলটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ডিআরইউ।

   

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads