• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
জাহালমের ঘটনায় দায় নেই দুদকের!

জাহালম

ছবি : সংগৃহীত

জাতীয়

জাহালমের ঘটনায় দায় নেই দুদকের!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ মার্চ ২০১৯

দুর্নীতি দমন কমিশন (দুদক) চিহ্নিত করার পর গ্রেফতার হয়ে সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে কারাভোগ করেন নিরপরাধ জাহালম। তবে ওই ঘটনায় দুদক দায়ী নয়, ব্যাংক অ্যাকাউন্ট খোলার সঙ্গে জড়িতরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করেছে সংস্থাটি। এ বিষয়ে এক রিট আদেশের ফলে গতকাল মঙ্গলবার হাইকোর্টে এমন প্রতিবেদনই জমা দিয়েছে সংস্থাটি। হাইকোর্টে হলফনামা আকারে এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

দুদকের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের নথির ওপর ভিত্তি করেই ঋণ দেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তাদের এ ঘটনায় কোনো দায় নেই।  এ ঘটনায় বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, ইউসিবিএল ও সিটি ব্যাংককে পক্ষভুক্ত করতে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, কে দায়ী তা শুনানির পর ঠিক করবেন আদালত।

প্রসঙ্গত, সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। এই অভিযোগে দুদক কার্যালয়ে হাজির হওয়ার কথা জানিয়ে চিঠি যায় জাহালমের টাঙ্গাইলের বাড়ির ঠিকানায়। চিঠি পেয়ে প্রায় পাঁচ বছর আগে দুদক কার্যালয়ে হাজির হয়ে জাহালম জানান, তিনি মামলার আসামি সালেক নন, তার নাম জাহালম।  এ সময় জাহালম নিজেকে নির্দোষ দাবি করেন। তবে সেদিন নিরীহ পাটকল শ্রমিক জাহালমের কথা বিশ্বাস করেননি দুদকের ৯ কর্মকর্তা। তাদের ভুলে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি আসামি সালেকের বদলে গ্রেফতার হন জাহালম। এরপর দুদকের এসব মামলায় সালেকের বদলে জাহালমকে তিন বছর কারাগারে থাকতে হয়। কারাবন্দি জাহালম অনেকবার আদালতে হাজিরা দিলেও জামিন মেলেনি।

এদিকে দুদকের দায়ের করা ৩৩টি মামলার মধ্যে ২৬টি মামলায় জাহালমকে আসামি আবু সালেক হিসেবে চিহ্নিত করে অভিযোগপত্র দেয় দুদক। এসব মামলায় বিচারিক আদালতে বিচারও শুরু হয়। দুদকের মামলায় প্রকৃত আসামি আবু সালেকের বদলে নির্দোষ শ্রমিক জাহালম কারাগারে বন্দি থাকার বিষয়টি গত ৩০ জানুয়ারি বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চের নজরে আনা হয়। আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। এরপর গত ৩ ফেব্রুয়ারি জাহালমকে দুদকের ২৬টি মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। ওই রাতেই কারাগার থেকে মুক্তি পান জাহালম ওরফে জানে আলম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads