• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

সংগৃহীত ছবি

জাতীয়

কাল শপথ নিচ্ছেন না মোকাব্বির খান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ মার্চ ২০১৯

একাদশ জাতীয় সংসদে যোগ দিতে চাওয়া গণফোরাম থেকে নির্বাচিত এমপি মোকাব্বির খান (সিলেট-২) ‘অনিবার্য কারণবশত’ আগামীকাল বৃহস্পতিবার শপথ নিচ্ছেন না।

তবে গণফোরামের আরেক নির্বাচিত এমপি সুলতান মোহাম্মাদ মনসুর (মৌলভীবাজার) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নির্ধারিত বৃহস্পতিবার সকাল ১১টার সময়ই শপথ নেবেন।

আজ বুধবার গণফোরামের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘গণফোরামের নির্বাচনী প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান অনিবার্য কারণবশত আগামীকাল (বৃহস্পতিবার) শপথ নেবেন না।’’

এ প্রসঙ্গে মোকাব্বির খান বলেন, ‘আগামীকাল আমি শপথ নিচ্ছি না।’

এর আগে দলীয় সিদ্ধান্তেই মোকাব্বির খান আগামীকাল বৃহস্পতিবার শপথ নিচ্ছেন বলে জানানো হয়েছিল। বুধবার রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে ঐক্যফ্রন্টের নির্বাচন সমন্বয় কমিটির সদস্য গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক বলেন, আগামীকাল বৃহস্পতিবার সিলেট-২ আসনে গণফোরামের নির্বাচিত প্রার্থী মোকাব্বির খান শপথ নিচ্ছেন। তার একক সিদ্ধান্ত নয়, গণফোরামের সিদ্ধান্তে তিনি শপথ নিচ্ছেন।

গত শনিবার শপথ নেয়ার জন্য  স্পিকারকে চিঠি দেন গণফোরামের এই দুই সদস্য। স্পিকারের দফতর চিঠি পাওয়ার পর তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ মার্চ বেলা ১১টায় শপথের সময় নির্ধারণ করা হয়। জাতীয় সংসদ ভবনের নিচ তলার শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করানো কথা ছিল।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ এবং মোকাব্বির খান সিলেট-২ আসনে গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন।

 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads