• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

জাতীয়

এইএফ’র তৃতীয় তহবিল সংগ্রহ অনুষ্ঠান সম্পন্ন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ মার্চ ২০১৯

যুক্তরাষ্ট্রভিত্তিক আগামী ইনকর্পোরেটেডের সহযোগী সংস্থা আগামী এডুকেশন ফাউন্ডেশনের (এইএফ) তৃতীয় তহবিল সংগ্রহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্স অ্যাপরেল ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডাইরেক্টর আরিফ খান, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও ফারুক মাইনুদ্দিন আহমেদ এবং স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেড সিইও নাসের এজাজ বিজয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান উপস্থিত সবার উদ্দেশে মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে এইএফের সাহাষ্যপুষ্ট বিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার পাশাপাশি ভোকেশনাল কোর্স অন্তর্ভুক্তকরণের প্রতি বিশেষ জোর দেওয়াসহ সরকারি নিয়ম মোতাবেক প্রস্তাব প্রাপ্তিসাপেক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার বিস্তারে এইএফকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। এরপর তিন বিশেষ অতিথি পর্যায়ক্রমে বক্তব্য রাখেন।

এর আগে আগামী এডুকেশন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. এম মসিহউজ্জামানের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তিনি তার বক্তব্যে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এইএফের প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন।

এরপর প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নাফিসা খান এইএফের বিভিন্ন কর্মসূচি এবং প্রকল্পের চলমান অবস্থার সার্বিক দিক উপস্থাপন করার পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

সমাপনি বক্তব্যে এইএফের ভাইস প্রেসিডেন্ট শওকত হোসেন আগামীকে পৃষ্ঠপোষকতাকারী সব শুভানুধ্যায়ীকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি একযোগে কাজ করার আহবান জানান।

সবশেষে এইএফের সহযোগিতায় পরিচালিত রাজধানীর মিউজিক ফর ডেভেলপমেন্ট ও সুরের ধারার শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। কোমলমতি শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিদের সামনে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে।

সূত্র: বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads