• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি

জাতীয়

নির্বাচন নিয়ে অবস্থান পুনর্ব্যক্ত

সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ মার্চ ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ দাবি করলেও দু’দেশের মধ্যে অভিন্ন লক্ষ্য অর্জনে শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র রবার্ট পালাদিনো একথা বলেন।

যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের বরাত দিয়ে পালাদিনো বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ব্যালট বাক্স ভরে রাখা, ভোটার ও প্রতিপক্ষের এজেন্টদের ভীতি প্রদর্শনের মতো বিস্তৃত অনিয়মের কথা ওই প্রতিবেদনে উঠে এসেছে।

তবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন পালাদিনো। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের প্রশংসাও করেন তিনি। পালাদিনো বলেন, অভিন্ন লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বর্তমান সরকার ও বিরোধীদের সঙ্গে সম্পর্ক রেখেই একসঙ্গে কাজ চালিয়ে যাবে।

এর আগে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচনে যে অনিয়মের কথা উল্লেখ করা হয় তা নাকচ করে দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। প্রতিবেদনটিকে পক্ষপাতদুষ্ট বলেও অভিহিত করেন তারা। তবে এই প্রতিবেদন প্রদান সত্ত্বেও দু’দেশের একসঙ্গে কাজ করা নিয়ে বাংলাদেশ সরকারও তাদের বিশ্বাসের কথা উল্লেখ করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads