• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
স্বজনদের কাছে ২৪ জনের মরদেহ হস্তান্তর

রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিস্থিথি নিয়ন্ত্রনে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী

ছবি : সংগৃহীত

জাতীয়

বনানী বিভীষিকা

স্বজনদের কাছে ২৪ জনের মরদেহ হস্তান্তর

২৫ জনের লাশ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ মার্চ ২০১৯

রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হয়েছেন। তার মধ্যে ২৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ।

ডিসি মোস্তাক আহমেদ বলেন, ‘মরদেহ হস্তান্তরের পরে আর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তবে আমাদের জানা মতে এখন আর কেউ নিখোঁজ নেই।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত টাওয়ারে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তাদের কার্যক্রমে আমরা সার্বিক সহযোগিতা করছি। ফায়ার সার্ভিস আমাদের কাছে ভবন হস্তান্তর করবে। তার পর আমরা ভবনের দায়িত্ব নিয়ে আইনি প্রসিডিউর অনুযায়ী কাজ করবো।’

তিনি আরো বলেন, এফআর টাওয়ারের কাঁচগুলো ভেঙ্গে পড়ছে। যার কারণে নিরাপত্তার স্বার্থে ভবনের সামনের সড়ক বন্ধ রাখা হয়েছে। এখন আমরা বিশেষজ্ঞদেরর সঙ্গে কথা বলে কিভাবে কাঁচ ভাঙ্গা বা রাখা যায় বিষয়টি সমাধান করবো।

এফআর ভবনের মালিক ইঞ্জিনিয়ার ফারুকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে বলে জানান গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ।

পুলিশের কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, ফায়ার সার্ভিস এখনও এফ আর টাওয়ারে উদ্ধার কাজ চালাচ্ছে। ভবনের বিভিন্ন ফ্লোরে গুরুত্বপূর্ণ জিনিস থাকায় সময় লাগছে। ঘণ্টাখানেক পর তারা পুলিশের কাছে ভবনটি হস্তান্তর করবে। পরে পুলিশ ২১টি টিমের সহযোগিতায় ভবনের ভেতরে কাজ করবে।

প্রত্যেকটি টিমে একজন এসআই, একজন এএসআইসহ ৯ জন করে পুলিশ সদস্য থাকবেন। পুলিশের এই কর্মকর্তারা বলেন, সব কিছু শেষে ভবনটির অগ্নিকাণ্ডে কে অভিযুক্ত সে বিষয়ে আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads