• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
'আবেদন করলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তি বিবেচনা করা হবে'

আজ শনিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

'আবেদন করলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তি বিবেচনা করা হবে'

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০১৯

সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শনিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট নৌ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি পেতে হলে একটি সুনির্দিষ্ট কারন দেখিয়ে আবেদন করতে হবে। সেই আবেদনটি এখনো আমাদের কাছে আসেনি। এ ধরনের আবেদন আমাদের কাছে আসলে খালেদার জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে চিন্তা করবে সরকার।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীর মধ্যে  দুই এক হাজার পুলিশ যদি অন্যায় কিছু করে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সে পুলিশ বাহিনী হোক আর সেনাবাহিনী হোক।

এ সময় অন্যান্যের মধ্যে সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, মোজাফফর হোসেন এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, মহিলা এমপি হোসনে আরা বেগম, পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান,জেলা প্রশাসক আহমেদ কবির, নৌ পুলিশ প্রধান মারুফ হাসান ও জামালপুর পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ,জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশের আয়োজনে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads