• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
বসিলায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান, নিহত ৩

ছবি : সংগৃহীত

জাতীয়

বসিলায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান, নিহত ৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০১৯

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে অন্তত ২ থেকে ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন, র‍্যাব ফোর্সেস মহাপরিচালক বেনজীর আহমেদ। আজ সোমবার বেলা ১১টার সময় ঘটনাস্থাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে বাড়িটি বিধ্বস্ত হয়ে গেছে। জঙ্গিদের মরদেহগুলো ছিন্ন-ভিন্ন হয়ে পড়ে আছে। তাই সব তথ্য ফরেনসিক নিরীক্ষার পর জানা যাবে। তবে ঘটনাস্থলে তিনটি পায়ের নমুনা মিলেছে বিধায় অন্তত দু’জনের মরদেহ আছে বলে আমরা ধারণা করছি।

তিনি বলেন, এখনও অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। বাড়িটির ভেতরে এখন সুইফট (বোম ডিসপোজাল ইউনিটের অভিযান চলছে। বোমা বিস্ফোরণে দুই থেকে তিন জন বডির বিভিন্ন অংশ পড়ে আছে। তবে ভেতরে কতজনের লাশ আছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি বাহিনীটি।

বাড়ির মালিক ওহাব জানিয়েছেন, দেড় মাস আগে ভ্যানচালক পরিচয় দিয়ে টিনশেড বাসা ভাড়া নিয়েছিল দুই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ওই বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে।

বাড়ির মালিকসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকাল সোয়া ৯টার দিকে বাড়িটিতে কমান্ডো ও বোমা নিষ্ক্রিয়করণ দল প্রবেশ করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads