• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
দেশে ফিরেছেন বিমানের পাইলটসহ আহত ১০জন

ছবি : সংগ‍ৃহীত

জাতীয়

দেশে ফিরেছেন বিমানের পাইলটসহ আহত ১০জন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ মে ২০১৯

দেশে ফিরেছেন মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত ১০ জন। এদের মধ্যে পাইলটসহ রয়েছেন ছয়জন ক্রু। বাকি চারজন যাত্রী। মৃত্যুর কাছ থেকে ফিরে আসা যাত্রীরা জানিয়েছেন বিভীষিকাময় অভিজ্ঞতার কথা।

এদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এ ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করে জানান, আহতদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করবে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। 

বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন শুক্রবার (১০ মে) রাত ১০টা ৩০ মিনিটে। স্ট্রেচারে করে ফিরেছেন ১ জন পাইলটসহ ৬ জন ক্রু।

বাকি ফেরত ৪ জন যাত্রীর শারীরিক অবস্থা কিছুটা ভালো। জানান, সেই অভিজ্ঞতার কথা।

এদিকে, বিমানবন্দরে আহতদের গ্রহণ করেন বিমান প্রতিমন্ত্রী। কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

৮ মে সন্ধ্যায় মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার শিকার বিমানটিতে পাইলট, ক্রুসহ ৩৫ যাত্রী ছিলেন। তাদের সবাই এ ঘটনায় আহত হন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads