• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
ডিএনসিসি মেয়র আতিকুল পেলেন মন্ত্রীর মর্যাদা

ফাইল ছবি

জাতীয়

ডিএনসিসি মেয়র আতিকুল পেলেন মন্ত্রীর মর্যাদা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ মে ২০১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে মন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার।

অন্যদিকে রাজশাহীর সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেককে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তিন মেয়রের মর্যাদা নির্ধারণ করে আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম মন্ত্রী এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads