• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
১৮ বছরেও গোপালগঞ্জের বানিয়ারচর গীর্জায় বোমা হামলার বিচার কাজ শুরু হয়নি

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

১৮ বছরেও গোপালগঞ্জের বানিয়ারচর গীর্জায় বোমা হামলার বিচার কাজ শুরু হয়নি

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জুন ২০১৯

আজ ৩ জুন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিযারচর গীর্জা ট্রাজেডি দিবস। ২০০১ সালের এই দিনে ভয়াবহ বোমা হামলায় গীর্জায় প্রার্থনারত খ্রীষ্টান সম্প্রদায়ের ১০ জন নিহত ও আরো অর্ধশত মানুষ আহত হয়। দীর্ঘ দেড় যুগেও বিচার কাজ সম্পন্ন না হওয়ায় ক্ষোভ আর হতাশা নিয়ে দিন পার করছে নিহতদের স্বজনরা। দ্রুত এ হত্যাকাণ্ডের বিচারের দাবী জানিয়েছে নিহতদের স্বজন ও এলাকাবাসী।

দীর্ঘ ১৮ বছর অতিবাহিত হলেও বানিয়ারচর গীর্জায় বোমা হামলার অভিযোগপত্র দিতে পারেনি সিআইডি। আর এ কারণ নৃশংস এই বোমা হামলা মামলার বিচার কাজই এখনো শুরু হয়নি।

বোমা হামলায় নিহত অনেকের বাবা-মা এখন ভাল করে কথা বলতেও পারেন না। তারপরও আশায় বুক বেঁধে আছেন, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কবে হবে এই আশায়।

২০০১ সালের এই দিনে বানিয়ারচর গীর্জায় সাপ্তাহিক প্রাথর্না চলাকালে বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ। এতে নিহত হন ১০জন আর আহত হন অর্ধ-শতাধিক। সেদিনের কথা মনে করে এখনো শিউরে ওঠেন নিহত পরিবারের সদস্যরা। কিন্তু হত্যাকাণ্ডের দেড় যুগ পার হলেও বিচার কাজ সম্পন্ন না হওয়ায় বাড়ছে ক্ষোভ আর হতাশা। দ্রুত এসব হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ করার দাবী জানিয়েছেন নিহতদের স্বজনরা।

দিবসটি পালন উপলক্ষে বানিয়ার চর গীজায় প্রার্থনাসহ নানা কর্মসূচী নেওয়া হয়েছে বলে জানালেন গীর্জার ফাদার ফরেজা রোম রিকো গমেজ। তিনি জানান, প্রার্থনা ছাড়াও এদিন বিকেলে মঙ্গল শোভাযাত্রা, কবরে পুস্পস্তবক অর্পন ও মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভার আয়োজন করা হযেছে। এসব অনুষ্ঠানে নিহতদের আত্মীয় স্বজন ও স্থানীয় খৃষ্ট ধর্মীয় লোকজন উপস্থিত থাকবেন।

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল হালিম বলেন, সিআইডি দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট জমা দিলে বিচার কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি বলেন, ১৮ বছর পেরিয়ে গেলেও সিআইড এখন পর্যন্ত এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করতে পারেনি।

সিআইডি-র গোপালগঞ্জ ক্যাম্প ইনচার্জ, পরিদর্শক ফতেহ মো. ইফতেখারুল আলম জানান, এ মামলা দুইটিতে বেশ কয়েকজন জঙ্গি সদস্যরা গ্রেফতার হয়েছে। তদন্ত কাজ চলছে। যত দ্রুত সম্ভব তারা এ মামলার চার্জশিট আদালতে দাখিল করবেন বলে জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads