• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
হাসপাতালেও ঈদের ছুটির আমেজ

ছবি : সংগৃহীত

জাতীয়

হাসপাতালেও ঈদের ছুটির আমেজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ জুন ২০১৯

পবিত্র ঈদুল ফিতরের তিন দিনের ছুটি শেষে গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের আউটডোরের চিকিৎসাসেবা শুরু হয়েছে। অন্য সময় প্রতিটি হাসপাতালে সকাল থেকে শত শত রোগীর ভিড় থাকলেও গতকাল সব হাসপাতালে রোগীর উপস্থিতি ছিল তুলনামূলক কম। রোগী কম থাকায় ব্যস্ততা নেই চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের। তাই কুশল বিনিময় করেই সময় কেটেছে তাদের।

হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এখনো শহরের লাখ লাখ মানুষ গ্রামে থাকায় হাসপাতালে ভিড় কম। আজ (গতকাল শনিবার) ও কালকের (আজ রোববার) মধ্যে হাসপাতালগুলো আবার আগের চেহারায় ফিরে আসবে বলে মনে করছেন তারা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সূত্রে জানা গেছে, ঈদের আগে আউটডোরে গড়ে প্রতিদিন ৭-৮ হাজার রোগী হলেও গতকাল দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাত্র ১২শ রোগী হয়েছে।

আউটডোরে পূবালী ব্যাংকের টিকেট বিক্রেতা সোহেল জানান, গতকাল হাসপাতালে আসাদের বেশির ভাগ হূদরোগ, কিডনি, মেডিসিন ও চর্ম রোগী।

সরেজমিন গিয়ে এদিন দুপুর সাড়ে ১২টায় বিএসএমএমইউয়ের আউটডোরে বেঞ্চে বিষণ্ন মনে এক মধ্যবয়সী নারীকে বসে থাকতে দেখা যায়। ডাক্তার দেখাতে এসেছেন কিনা জানতে চাইলে তিনি জানান, তিনি নন, তার শাশুড়ি রোগী। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্রামের বাড়িতে শুক্রবার রাতে তার শাশুড়ি হূদরোগে আক্রান্ত হন। অ্যাম্বুলেন্স ভাড়া করে ভোরে ঢাকার উদ্দেশে রওনা হন। সকালে ডাক্তার দেখে ভর্তি হওয়ার জন্য লিখেছেন। তার স্বামী আবু হানিফ তার মাকে ভর্তি করার জন্য দৌড়াদৌড়ি করছেন।

এ ব্লকের চারতলায় ডেন্টাল ইউনিটে আসা গৃহবধূ সুফিয়া বেগম জানান, ঈদের দিন থেকে দাঁতের ব্যথায় ভুগছেন। ঈদের ছুটি থাকায় গত দুদিন রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরেও ডাক্তার খুঁজে পাননি। গতকাল সকালেই এসে টিকেট কেটে ডাক্তার দেখিয়েছেন। দাঁতে ইনফেকশন হয়েছে মন্তব্য করে ডাক্তার সাত দিনের অ্যান্টিবায়োটিক, ব্যথা ও গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বারডেম হাসপাতালের আউটডোরেও স্বাভাবিক সময়ের তুলনায় রোগীর উপস্থিতি ছিল অনেক কম। তবে দুই-এক দিনের মধ্যে হাসপাতালগুলো আগের চেহারায় ফিরে আসবে বলে মনে করছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads