• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
ছুটির দিনে অফিস করলেন ইফা ডিজি

ছবি : সংগৃহীত

জাতীয়

ছুটির দিনে অফিস করলেন ইফা ডিজি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ জুন ২০১৯

তিন দিন ছুটি কাটিয়ে গতকাল শুক্রবার ছুটির দিনে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) কার্যালয়ে অফিস করলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল।

গত কয়েক দিন তার অপসারণ দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ ও আন্দোলনে সোচ্চার ছিলেন। যদিও গতকাল তারা ছিলেন নীরব ও শান্ত। গত বৃহস্পতিবার তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চলমান পরিস্থিতির সমাধান হতে যাচ্ছে। আজ শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরদের সভা হবে। এ সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের ভাগ্য নির্ধারিত হবে।

এদিকে নির্ভরযোগ্য সূত্র জানায়, গুরুতর অসুস্থতাজনিত কারণ দেখিয়ে ইফা মহাপরিচালককে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হবে। তার স্থলে ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। মূলত সামীম মোহাম্মদ আফজালকে সম্মানজনকভাবে বিদায় জানাতে গতকাল ছুটির দিনে অফিসে আসার সুযোগ দেওয়া হয়।

অন্যদিকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশন নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হোক, তা কাম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশা করছি। সামীম মোহাম্মদ আফজাল এখনো ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। তিনি তিন দিনের ছুটি কাটিয়ে অফিসে আসেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের মিটিং রয়েছে। আশা করি, চলমান সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads