• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
‘আইনের ফাঁক দিয়ে পালাতে পারবে না ডিআইজি মিজান’

ছবি : সংগৃহীত

জাতীয়

‘আইনের ফাঁক দিয়ে পালাতে পারবে না ডিআইজি মিজান’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ জুন ২০১৯

পুলিশের দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া ডিআইজি মিজানুর রহমান আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার (ডিআইজি মিজান) বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন জানা যাবে। সে যাতে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে না পারে সে জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, তার (ডিআইজি মিজান) বিরুদ্ধে একটি চার্জশিট দেওয়ার জন্য যে যে ফরমালিটিস প্রয়োজন সেগুলো আগে আমাকে করতে হবে। তা না হলে এই বিচারের ফাঁক-ফোকর দিয়ে সে আবার বের হয়ে যেতে পারে। তার জন্যই আমাদের অফিসিয়াল ফরমালিটিস যেটা একটা তদন্ত রিপোর্ট দেওয়া, সেগুলোর যে সমস্ত উপাদান প্রয়োজন সেগুলো আমাদের কালেকশন করেই দিতে হবে।

এক নারীকে জোর করে বিয়ে ও নির্যাতনের অভিযোগের ঘটনায় আলোচিত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্তও চালাচ্ছে দুদক।

তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত দুদকের পরিচালক এনামুল বাছিরের সঙ্গে সম্প্রতি ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের তথ্য ফাঁস করে আবারো আলোচনায় আসেন ডিআইজি মিজান। বিষয়টি নিয়েও বেশ তোলপাড় শুরু হয়। এছাড়া তথ্য পাচারের অভিযোগে ওই তদন্ত কর্মকর্তাকে বরখাস্ত করেছে দুদক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads