• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
বরগুনার ঘটনায় গাফিলতি থাকলে পুলিশও শাস্তি পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ফাইল ছবি

জাতীয়

বরগুনার ঘটনায় গাফিলতি থাকলে পুলিশও শাস্তি পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ জুন ২০১৯

বরগুনার যুবক রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় যদি পুলিশ বাহিনীর কোনো সদস্যের দায়িত্বপালনে গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে তাকেও শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী, ‘আমরা আগেও বলেছি, কেউই আইনের ঊর্ধ্বে নয়।’

ঘটনায় জড়িত সবাইকে ধরতে একটু সময় দিতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। এ ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। প্রকাশ্যে এ ধরনের মানুষ কুপিয়ে হত্যার ঘটনা আমাদের কেন, কারো কাছেই কাম্য নয়। এটা জঘন্য অপরাধ। এ ধরনের কাজ কোনো সুষ্ঠু মস্তিষ্কের মানুষের পক্ষে সম্ভব নয়,’ যোগ করেন তিনি।

হত্যায় জড়িতদের দলীয় পরিচয় প্রসঙ্গে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে দলীয় পরিচয় মুখ্য নয়। অপরাধী অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে।

এ ধরনের ঘটনায় বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা বিষয়ে তিনি বলেন, এটা একান্তই বিচার বিভাগের দায়িত্ব। ‘এ বিষয়ে আমার কিছু বলার নেই।’

মাদক দমন নিয়ে প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী সেই বিষয়টি মাথায় রেখেই মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। মাদক ব্যবসায় লাভের পরিমাণ এত বেশি যে এর সাথে অনেকেই জড়িত। তবে অবশ্যই মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আসতে হবে। এ বিষয়ে কেউ রেহাই পাবে না।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads