• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ফাইল ছবি

জাতীয়

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৯

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার দুপুরে ফলাফল সংক্রান্ত এক বৈঠক শেষে এ ফল প্রকাশ করা হয়।

পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানান, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়েছে। ফলাফল সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd -এ আপলোডও করা হয়েছে।

এবারের লিখিত পরীক্ষায় ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী অংশ নিয়ে ৯ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাস করা ওই প্রার্থীরা এখন মৌখিক পরীক্ষা দেবেন।

ওয়েবসাইট ছাড়াও রেজাল্ট জানতে PSC 38 স্পেস রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই জানিয়ে দেওয়া হবে ফলাফল।

৩৮তম বিসিএসের মাধ্যমে এবার ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগের বদলে ২ হাজার ১৬০ জন নিয়োগ পাবেন। গতকাল রোববার ( ৩০ জুন) কমিশনের বৈঠকের সিদ্ধান্ত  অনুযায়ী  এবার ১৩৬ জন কর্মকর্তা বেশি নিয়োগ পাচ্ছেন।

উল্লেখ্য, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১৮ সালের আগস্ট মাসে। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর হয় ৩৮ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads